shono
Advertisement
Shooting at Maha Kumbh

প্রয়াগরাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজসূয় যজ্ঞ! কুম্ভে সাহানা গোস্বামীর সঙ্গে চলছে পুরোদমে শুটিং

মহাকুম্ভে এবার বলিউড সিনেমার শুটিং।
Published By: Sandipta BhanjaPosted: 04:56 PM Feb 20, 2025Updated: 04:56 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভ উৎসবের একেবারে অন্তিম লগ্ন। ৪৫ দিন ব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের পুণ্যার্থীরা গত জানুয়ারি মাস থেকেই ভিড় জমিয়েছেন। আমজনতার পাশাপাশি সেলেবদেরও দেখা গিয়েছে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিতে। তবে ধর্ম-কর্ম একসঙ্গে? আজ্ঞে, 'পাতাললোক' অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবার সেটাই করলেন। মহাকুম্ভে পুরোদমে শুটিং করছেন তিনি। সঙ্গী সাহানা গোস্বামী (Shahana Goswami)। তারকা, ক্রিউ মেম্বারদের ভিড়ে যেন প্রয়াগরাজে এক রাজসূয় যজ্ঞ চলছে।

Advertisement

বুধবার মহাকুম্ভ (Maha Kumbh) থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গেল, একেবারে জনসাধারণের ভিড়ে মিশে গিয়ে ক্যামেরার সামনে শট দিচ্ছেন অভিষেক। তারকাসুলভ হাবভাব তো দূরঅস্ত, পোশাকও তাঁর ছাপোষা। পরনে সাদামাটা শার্ট প্যান্ট। সাহানা গোস্বামীকেও দেখা গেল সাধারণ সালোয়ারে। দেখে বোঝাই যাচ্ছে, মহাকুম্ভের প্লটের উপর তৈরি হচ্ছে বলিউড সিনেমা। সেখানকার আধ্যাত্মিকতায় মগ্ন অভিষেক ও সাহানা। এই ছবি যে বলিউডের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে, তা বেশ আন্দাজ করা গেল। এদিকে 'পাতাললোক'-এর 'হাতোড়া ত্যাগী'কে দেখে ভিড় করেছে মহাকুম্ভ মেলায় যোগ দেওয়া উচ্ছ্বসিত অনুরাগীরাও। অভিনেতা নিজেই কুম্ভে শুটিংয়ের খবর নিশ্চিত করেছেন।

অভিষেক জানিয়েছেন, "আমরা প্রয়াগরাজে কুম্ভমেলায় শুটিং করছি বটে, তবে এই ছবি নিয়ে এখনই বিশদে কিছু বলতে পারব না। তবে শট দেওয়ার পাশাপাশি প্রয়াগরাজের আধ্যাত্মিক শক্তিতে ডুবে রয়েছি।" মহাকুম্ভে অভিষেক-সাহানার শুটিং লোকশন থেকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। আর দুই দক্ষ অভিনেতা কোন চমক দিতে চলেছেন পর্দায়? নজর থাকবে সেদিকে।প্রসঙ্গত, ১৪৪ বছরের মহাযোগ শেষ হতে চলেছে শিবরাত্রির পুণ্যতিথিতে। আর সেই দিনই মহাকুম্ভের (Maha Kumbha 2025) সমাপ্তি। তার প্রাক্কালেই মহাকুম্ভে যোগ দিয়েছেন একাধিক তারকা। হেমা মালিনী, অনুপম খের, ভিকি কৌশল, রেমো ডিসুজা, এষা গুপ্তা থেকে শুরু করে আরও অনেকেই আস্থার ডুব দিয়ে নিজেদের আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। বৃহস্পতিবার প্রয়াগরাজেই তামান্না ভাটিয়া তাঁর পরবর্তী সিনেমার টিজার রিলিজ করতে চলেছেন। সেই আবহেই সিনেমার শুটিং সেখানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার মহাকুম্ভ থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গেল, একেবারে জনসাধারণের ভিড়ে মিশে গিয়ে ক্যামেরার সামনে শট দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • পোশাকও তাঁর ছাপোষা। পরনে সাদামাটা শার্ট প্যান্ট। সাহানা গোস্বামীকেও দেকা গেল সাধারণ সালোয়ারে।
  • মহাকুম্ভে অভিষেক-সাহানার শুটিং লোকশন থেকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
Advertisement