শম্পালী মৌলিক: 'মৃগয়া'র সাফল্যের পর নতুন ছবিতে হাত দিতে চলেছেন অভিরূপ ঘোষ। এযাবৎকাল পরিচালকের সিনেমা-সিরিজে রহস্য রোমাঞ্চের স্বাদ পেয়েছেন বাঙালি দর্শক। তবে এবার মারকাটারি অ্যাকশন ফিল্ম নয়, নিখাদ পারিবারিক এক গল্প সিনেমার পর্দায় তুলে ধরবেন তিনি। বলা ভালো, সম্পর্কের ছবি, প্রেমের ছবি করতে চলেছেন অভিরূপ, এমনটাই খবর।
সংবাদ প্রতিদিন-এর তরফে পরিচালককে ফোনে যোগাযোগ করা হলে, যদিও তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে অভিরূপ নিশ্চিত করলেন, পারিবারিক ড্রামা হলেও চিত্রনাট্যে একাধিক স্তর রয়েছে। জানা যাচ্ছে, এই সিনেমার কাস্টিংয়ে আবির চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার একপ্রকার নিশ্চিত। তাঁদের সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে পাওয়া যাবে বিবৃতি চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই অভিনেত্রী চিত্রনাট্য হাতে পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। গল্পটা কীরকম? টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এবার একান্নবর্তী পরিবারের কাহিনি বলবেন অভিরূপ। গল্প দানা বাঁধবে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে। পরিবারের অন্যতম দুই সদস্যের চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক ও ঐশ্বর্য সেনকে। অভিরূপ ঘোষের পরবর্তী ছবির কাস্টিং যে প্রত্যাশার পারদ চড়াচ্ছে, তা বলাই বাহুল্য। আপাতত চিত্রনাট্যের চূড়ান্ত কাজ চলছে। আর সেই প্রেক্ষিতেই ছবির গল্প এখনই ভাঙতে নারাজ পরিচালক। ছবির শুটিং হবে কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে।
আগস্ট মাসের প্রথমার্ধেই শুটিং শুরু করার কথা পরিচালক অভিরূপ ঘোষের। 'মৃগয়া' দারুণ সফল, ফলে পরিচালক নতুন উদ্যমে নতুন সিনেমার কাজে হাত দিচ্ছেন। তবে জানা গেল, আরও অভিনেতা নির্বাচন বাকি রয়েছে। এদিকে অভিনেতারাও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। 'বর্ণপরিচয়', 'রয়েল বেঙ্গল টাইগার', 'অ্যাবি সেন', 'ছায়া ও ছবি'র পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন আবির-প্রিয়াঙ্কা। উল্লেখ্য, অভিরূপের 'মৃগয়া'তেও প্রিয়াঙ্কা সরকারকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই নতুন ছবিটির নাম এখনও ঠিক হয়নি। অভিরূপ বলছেন, "আপাতত শুটিং শুরুর অপেক্ষা। বাকিটা খুব শিগগিরিই প্রকাশ্যে নিয়ে আসব।"
