সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জন্য হাতের শিরা কেটেছেন। চোখের জল লুকিয়ে হেসেছেন। আর তিনিই কিনা হৃদয় ভেঙেছেন। কাঠগড়ায় দাঁড় করিয়ে এবার সেই দক্ষিণী পরিচালক সাই রাজেশের ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন ইরফানপুত্র বাবিল। সম্প্রতি একটি সোশাল মিডিয়া পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।
বাবিল লেখেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এবং সাই রাজেশ স্যার একসময় অনুরাগ এবং পারস্পরিক সম্মানের সঙ্গে জাদু নির্মাণের কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা যা পরিকল্পনা করি তা অনেক সময় হয় না। আমার কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন। সাই রাজেশ এবং তাঁর গোটা টিমের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। আমাদের মধ্যে ভালোবাসা রইল। আবার আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে কাজ করাব। আবারও কিছু একটা ম্যাজিক হবে।"
সাই রাজেশের সঙ্গে দু'টি কাজ করেছেন বাবিল। সেগুলি হল - স্বল্পদৈর্ঘ্যের ছবি 'যক্ষী' এবং ওয়েব সিরিজ 'ফ্রাইডে নাইট প্ল্যান'। তবে তা সত্ত্বেও দিনকয়েক আগে সাই রাজেশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বাবিল। দাবি করেছিলেন, "আপনার ছবির জন্য জীবনের বছর দুয়েক ত্যাগ করেছি। দাড়িতে উকুন। তাও পাত্তা দিইনি। খুশি করতে চোখের জল লুকিয়েছি। হাতের শিরা কেটেছি। আপনি আমার হৃদয় ভেঙে দিয়েছেন।" যদিও সে সময় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজেশ। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে বি-টাউনের আরও অনেকের বিরুদ্ধে মুখ খোলেন। সোশাল মিডিয়ায় কেঁদে ফেলেন। একাধিক অভিযোগ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন। বাবিলের মা সুতপা অবশ্য তার কয়েকঘণ্টা পর দাবি করেন, তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত। মায়ের দাবির কয়েকঘণ্টার মধ্যে আবার সোশাল মিডিয়ায় ফিরেও আসেন বাবিল। সবমিলিয়ে বি টাউনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরফানপুত্র বাবিল।
