সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে সোশাল মিডিয়ায় স্ফীতোদর দেখিয়ে স্বামী রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন মধুবনী গোস্বামী। ক্যাপশনে জানিয়েছিলেন, বৃহস্পতিবার অনুরাগীদের একটি সুখবর দেবেন। স্বাভাবিকভাবেই ওই ছবির সঙ্গে বিবরণী পড়ে অনুরাগীরা অনুমান করেন, মধুবনী সম্ভবত দ্বিতীয়বার মা হতে চলেছেন। ফলে, অভিনেত্রীর ওই পোস্টের কমেন্টবক্সেও শুভেচ্ছাবার্তার জোয়ারে ভরে ওঠে। তবে বৃহস্পতিবার যখন মধুবনী আসল সুখবরটা দিলেন, তখন নেটপাড়ার রেগে কাঁই!
ঠিক কী ঘটেছে? রাজা-মধুবনী আসলে নতুন ব্যবসা শুরু করেছেন। হ্যান্ডব্যাগের ব্র্যান্ড লঞ্চ করেছেন যার নামকরণও হয়েছে তারকাদম্পতির নামানুসারে। তবে সুখবর দিতেই খেপে উঠলেন অনুরাগীরা। যদিও নতুন এই ইনিংসের জন্য অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। তবে বুধবার রাতের পোস্ট নিয়ে আপত্তি তাঁদের। তাঁদের প্রশ্ন, 'ব্যাগের ব্যবসা শুরু করার সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার যোগসূত্রটা কোথায়?' আবার কারও কটুক্তি, 'ছিঃ! কী সস্তার পাবলিসিটি।' কারও মন্তব্য, 'নিজের ব্যবসার স্বার্থে অন্তঃসত্ত্বা হওয়ার নাটক করলেন!' আবার কারও কটাক্ষ, 'যারা মা হতে পারেননি বা যাঁদের এইসংক্রান্ত সমস্যা রয়েছে, এটা তো তাদের অপমান!' এহেন নানা কটুক্তিতে ভরে গিয়েছে অভিনেত্রীর পোস্ট।
বুধবার মধুবনী 'বেবি বাম্প'-এর ছবি শেয়ার করে লিখেছিলেন, "আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। একদমই না। তবে জীবন আমাদের নিজের মতো করে সারপ্রাইজ উপহার দিয়েছে। বৃহস্পতিবার আমরা একটা বড় ঘোষণা করব ভিডিওর মাধ্যমে। তবে আবারও বলছি, আমাদের কিন্ত কোনও পরিকল্পনাই ছিল না। সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাই হোক, বিষয়টা যখন হচ্ছে তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালই তোমাদের আনুষ্ঠানিকভাবে জানাব।" স্বাভাবিকভাবে সকলে ধরে নেন, দাদা হিসেবে হয়তো কেশবের প্রোমোশন হচ্ছে। তবে লক্ষ্মীবারে নতুন খবর দিয়ে বিপাকে অভিনেত্রী।
দিন কয়েক আগেই মোটা শাঁখা-পলা পরে ট্রেন্ড সেট করার কথা বলে কটাক্ষের শিকার হয়েছিলেন মধুবনী গোস্বামী। এবার ব্যাগের ব্যবসার জন্য তাঁর নতুন 'পাবলিসিটি স্টান্ট' দেখে ক্ষিপ্ত নেটপাড়া। অতঃপর অভিনেত্রীর উদ্দেশে ফের ধেয়ে এল আক্রমণ। প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর সম্প্রতি লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন করেছেন মধুবনী গোস্বামী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'তে অভিনয় করছেন তিনি। দিন কয়েক আগেই টেলিপর্দায় ফেরার কথা জানিয়েছিলেন মধুবনী। তাঁকে বর্তমানে কমলিনীর পক্ষের উকিল হিসাবে দেখা যাচ্ছে। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের পার্লারও চালান তিনি। এবার ব্যাগের ব্যবসা শুরু করলেন। যার জন্যে এহেন প্রচার!
