shono
Advertisement
Sharman Joshi

বাংলা ভাষা শিখছেন বলিউডের শরমন জোশি, কোন সিনেমার জন্য?

কোন নায়িকার সঙ্গে পর্দায় রোম্যান্স করবেন বলিউড অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 09:44 AM Jul 25, 2025Updated: 09:44 AM Jul 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষার জন্য যখন ভিন রাজ্যে আক্রান্ত বাঙালিরা, তখন মন দিয়ে বাংলা বলা শিখছেন বলিউডের অভিনেতা শরমন জোশি। প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করছেন। অতঃপর বাংলা ভাষা ঠোঁটস্থ করা মাস্ট! তাই এই বিষয়ে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না শরমন। আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। এবার প্রশ্ন, কোন টলিউড সিনেমায় দেখা যাবে শরমন জোশিকে?

Advertisement

জানা গেল, পরিচালক এমএন রাজ একটি রোম্যান্টিক ছবি তৈরি করতে চলেছেন। সেই ছবিতেই টলিপাড়ার দুষ্টু-মিষ্টি নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শরমনকে। আদ্যোপান্ত প্রেমের গল্প। কলেজ প্রেম, বন্ধুত্ব থেকে দাম্পত্যযাপন দেখা যাবে ছবিতে। যদিও সিনেমার নাম এখনও জানা যায়নি। তবে খবর, শরমন জোশির বিপরীতে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। নায়িকার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি যে বর্তমানে তুঙ্গে, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কখনও 'মৃগয়া' সিনেমায় তাঁর তোলপাড় করা আইটেম ডান্স চর্চায়, আবার কখনও সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম টেম' অভিনেত্রী। এবার বলিউড অভিনেতা শরমন জোশির সঙ্গে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে।

নতুন সিনেমা নিয়ে অভিনেত্রী নাকি বেশ উচ্ছ্বসিত। প্রথম কারণ, ভালো চরিত্র। দ্বিতীয়ত শরমন জোশির সঙ্গে অভিনয়ের সুযোগ। সূত্রের খবর, এই সিনেমায় নাকি বাংলাদেশি শিল্পী খাইরুল বাসারকেও দেখা যাবে। তবে কোন চরিত্রে, সেটা এখনই ফাঁস করতে চাইছেন না নির্মাতারা। শুটিং হবে দার্জিলিং এবং মুর্শিদাবাদের বিভিন্ন লোকেশনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গেল, পরিচালক এমএন রাজ একটি রোম্যান্টিক ছবি তৈরি করতে চলেছেন।
  • ছবিতেই টলিপাড়ার দুষ্টু-মিষ্টি নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শরমনকে।
  • শরমন জোশির বিপরীতে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়।
Advertisement