shono
Advertisement
Sudip Mukherjee

'পৃথা মজা করেছে, আমরা একসঙ্গেই আছি', বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দাবি সুদীপের

পৃথা ও সুদীপের বিচ্ছেদের কথা শুনে মনখারাপ হয়ে যায় অনুরাগীদের।
Published By: Sayani SenPosted: 04:42 PM Apr 06, 2025Updated: 04:42 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী পৃথা সোশাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন শনিবারই। তা নিয়ে মনখারাপ অনুরাগীদের। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন 'চিরসখা'র সুদীপ। রসিকতা করে পৃথা বিচ্ছেদের কথা পোস্ট করেছিলেন বলেই জানান তিনি।

Advertisement

সুদীপ রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। জানান, "প্র্যাঙ্ক করে পৃথা গতকাল একটি পোস্ট করে। ডিভোর্সের কথা লেখে। আমি জানতাম না। কাল শুটিংয়ে ব্যস্ত ছিলাম। বারবার ফোন পাই। ফোন ধরতে পারিনি। সুইচড অফ করে দিয়েছিলাম। বাড়ি ফিরে জানতে পারি ওর পোস্ট নিয়ে এত আলোচনা হচ্ছে।" বিচ্ছেদের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, "আমরা একসঙ্গেই আছি। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। নেগেটিভ নিউজ নিয়ে বেশি ভাববেন না।" বলে রাখা ভালো, সুদীপের ভিডিও বার্তা শেয়ার করার পরই গতকালের পোস্টটি ডিলিট করে দিয়েছেন পৃথা।

উল্লেখ্য, সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপ সুদীপ ও পৃথার। প্রায় ২৫ বছরের ব্যবধান হলেও সম্পর্ক জমাট বাঁধতে বেশি সময় নেয়নি। বিয়েও করেন দু'জনে। দুই সন্তানও রয়েছে সুদীপ-পৃথার। অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে প্রথমবার ডিভোর্সের পর সুদীপ আবার পৃথা সঙ্গে ঘর বাঁধেন। কিছুদিন আগে ছোটপর্দায় এক গেম শো ‘ইস্মার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন সুদীপ ও পৃথা। সেখানে তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। বর্তমানে অভিনেতাকে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘স্বতন্ত্র’র ভূমিকায় দেখা যাচ্ছে। ওই ভূমিকায় আরও একবার সকলের মন জয় করেছেন সুদীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন অভিনেতা সুদীপ।
  • তাঁর দাবি, 'পৃথা মজা করেছে, আমরা একসঙ্গেই আছি'।
  • রসিকতা করে পৃথা বিচ্ছেদের কথা পোস্ট করেছিলেন বলেই জানান তিনি।
Advertisement