সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। রুপোলি পর্দায় তাঁর কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল অন্ধকার হল! তখন থেকেই শুরু হয়েছে প্রতীক্ষা। কবে আসছে 'পাঠান ২'? অবশেষে জানা গিয়েছে, চিত্রনাট্যের 'ফাইনাল' খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা। এক বিনোদন ওয়েবসাইটের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই 'পাঠান ২'র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে। কেন এত দেরি? সূত্রের দাবি, সিকুয়েলটিকে নিছকই একটি সিকুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তাঁর লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা। প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন ছবিটি নিয়ে। তিনি চান, প্রথম ছবিটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখে গিয়েছেন এসআরকের সঙ্গে। শাহরুখ নাকি ছবির চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত।
কিন্তু চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও এখনও ঠিক হয়নি ছবি পরিচালনা কে করবেন। 'পাঠান'-এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ব্যস্ত 'কিং' নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে। তাহলে 'পাঠান ২'-তে কে হবেন পরিচালক? আপাতত দুটি নাম সামনে রয়েছে। একজন 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায়। 'ওয়ার ২' ছবিটি নাকি তিনি দারুণ পরিচালনা করেছেন। অন্যজন খোদ আদিত্য। তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে।
২০২৫ সালের আগস্টে মুক্তি পেতে চলেছে 'ওয়ার ২'। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। অতিথি শিল্পীর ভূমিকায় এসআরকে-কে দেখতে যে দর্শকরা উদগ্রীব থাকবেন তা বলাই যায়। তবে আসল অপেক্ষা থাকবে 'কিং' ও 'পাঠান ২' নিয়ে। 'রোম্যান্সের রাজা' নিজেকে অ্যাকশন হিরো হিসেবে ক্রমেই প্রতিষ্ঠা করে চলেছেন। আগামী ছবি দুটির সাফল্য সেই ইমেজকেই আরও শক্তিশালী করে তুলবে।