shono
Advertisement
Owen Cooper

১৬ বছরে গোল্ডেন গ্লোব জিতে ইতিহাস, ‘অ্যাডোলেসেন্স’ অভিনেতা ওয়েন কুপার বলছেন, 'বিশ্বাসই হচ্ছে না'

এর আগে গত বছর এমি অ্যাওয়ার্ডস পান তিনি। একের পর এক পুরস্কার জয়ে আপ্লুত কিশোর অভিনেতা।
Published By: Sayani SenPosted: 01:00 PM Jan 12, 2026Updated: 03:18 PM Jan 12, 2026

মাত্র ১৬ বছর বয়সেই বাজিমাত। গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা সহ অভিনেতার পুরস্কার জয় 'অ্যাডোলেসেন্স' খ্যাত ওয়েন কুপারের (Owen Cooper)। এর আগে গত বছর এমি অ্যাওয়ার্ডস পান তিনি। একের পর এক পুরস্কার জয়ে আপ্লুত কিশোর অভিনেতা।

Advertisement

গ্লোডেন গ্লোবের মঞ্চে দাঁড়িয়ে আবেগে যেন গলা বুজে আসছিল তাঁর। পুরস্কার হাতে বলেন, "গ্লোডেন গ্লোবের মঞ্চে যে দাঁড়িয়ে আছি, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। কী যে অভাবনীয় যাত্রাপথ ছিল আমার এবং আমার পরিবারের তা বোধহয় সঠিকভাবে বর্ণনা করতে পারব না। অনেকে যা আমার এবং আমার পরিবারের জন্য করেছেন তাতে আমি সত্যি আপ্লুত।" পুরস্কার হাতে নিয়ে অতীত স্মৃতির পাতা ওলটালেন কিশোর অভিনেতা। ওয়েন জানান, একসময় যখন নাটকের ক্লাস করতে যেতেন, তখন তিনিই ছিলেন একমাত্র কিশোর। তা নিয়ে মাঝেমধ্যে অস্বস্তিতেও পড়েছেন। তবে তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। তা সত্ত্বেও নাটকের ক্লাসে যেতেন। তিনি বলেন, "আমার আশেপাশে থাকা অভিজ্ঞ অভিনেতাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।"

বলে রাখা ভালো, গত বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে ব্রিটিশ ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ মুক্তি পাওয়া মাত্রই হইচই পড়ে যায়। সোশাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। এই সিরিজের স্টোরিটেলিং,অভিনয় এবং ক্যামেরার কাজ নিয়ে আলোচনা হতে থাকে সর্বত্র। ‘অ্যাডোলেসেন্স’-এর অনুসন্ধান আসলে ১৩ বছরের এক টিনএজারের মন নিয়ে, তার বেড়ে ওঠার পরিবেশ নিয়ে, এই সমাজ নিয়ে, এই সময় নিয়ে। এই যে চতুর্দিকে ঘরে, বাইরে, অফিসে, পাড়ায়, স্কুলে, মিসোজিনির পতাকা উড়ছে, নারীর উপর পুরুষের রাগ, সেখান থেকে হিংসা-এই সব কিছুকে অনুসন্ধান করার সৎ প্রয়াস এই সিরিজ। এবার গ্লোডেন গ্লোবে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল বহু প্রশংসিত সিরিজটি। মোট চারটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নেয় 'অ্যাডোলেসন্স'। টিভি নমিনেশনে সেরা লিমিটেড সিরিজ হিসাবে মনোনীত হয় 'অ্যাডোলেসেন্স'। এই সিরিজটির জন্য সেরা অভিনেতা হিসাবে স্টিফেন গ্রাহাম, সেরা সহ অভিনেত্রী ইরিন ডোহার্টি, সেরা সহ অভিনেতা ওয়েন কুমার পুরস্কার জয় করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement