shono
Advertisement
Allu Arjun Sandip Reddy Vanga

বিতর্কে বিদ্ধ ভাঙ্গা, দীপিকার পর ছবি থেকে বাদ আল্লু অর্জুন! এবার কী কারণ?

আল্লুর পরিবর্তে সেই চরিত্রে নাকি দেখা যাবে জুনিয়র এনটিআরকে।
Published By: Arani BhattacharyaPosted: 02:23 PM Jun 12, 2025Updated: 02:23 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের পর বিতর্ক জুটেই চলেছে 'স্পিরিট'-এর ভাগ্যে। প্রথমে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি থেকে সরানো হল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনকে। 'অ্যানিম্যাল' ছবির দৌলতে কাজের প্রশংসার ফলে যতটা চর্চায় ছিলেন পরিচালক ভাঙ্গা এখন ঠিক তার উলটোটা হচ্ছে তাঁর সঙ্গে। এখন পরিচালক ভাঙ্গা ও বিতর্ক যেন সমানুপাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ফিল্মি দুনিয়ায়। একের পর এক অভিনেতা-অভিনেত্রীকে বাদ দিচ্ছেন তিনি তাঁর আগামী ছবি 'স্পিরিট' থেকে। এবার আল্লু অর্জুনকেও নিজের ছবি থেকে ছেঁটে ফেললেন। তেলুগু সুপারস্টারও এবার না পসন্দ ভাঙ্গার?

Advertisement

শোনা যাচ্ছে, এক বছর আগে নাকি পরিচালকের সঙ্গে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হন অভিনেতা আল্লু অর্জুন। তাঁকে বাদ দেওয়ার পর কে সেই ভূমিকায় অভিনয় করবেন তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। এক্ষেত্রে শোনা যাচ্ছে যেন আল্লুর পরিবর্তে সেই চরিত্রে নাকি দেখা যাবে জুনিয়র এনটিআরকে। তবে এপ্রসঙ্গে কিছুই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ছবির টিমের তরফে।

ছবি: ফেসবুক

কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? দীপিকার মতোই আল্লুও কি কিছু শর্ত রেখেছিলেন? যা মানতে নারাজ ছিলেন পরিচালক? নাকি অ্যাটলির মেগা বাজেটের সিনেমায় আল্লু অর্জুন ও দীপিকা একসঙ্গে কাজ করছেন বলেই হঠাৎ তেলুগু সুপারস্টার তাঁর বিরাগভাজন হলেন? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। তবে এই নিয়ে মুখ খোলেননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সম্প্রতি দীপিকা আবহে বারবার বিতর্কের মুখে পড়েছে পরিচালক ভাঙ্গা। তবে তারপরেও তাঁর মধ্যে কোনও পরিবর্তন নেই। দীপিকাকে সোশাল মিডিয়ায় আক্রমণ করা থেকে নায়িকার 'নারীবাদী' হওয়া নিয়ে আক্রমণ, সব মিলিয়ে ভাঙ্গার প্রতি বিরূপ তারকামহল থেকে দর্শকদের একটা বড় অংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিতর্কের পর বিতর্ক জুটেই চলেছে 'স্পিরিট'-এর ভাগ্যে। দীপিকা পাড়ুকোনের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে সরলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন।
  • এক বছর আগে নাকি পরিচালকের সঙ্গে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হন অভিনেতা আল্লু অর্জুন।
  • অ্যাটলির মেগাবাজেটের সিনেমায় আল্লু অর্জুন ও দীপিকা একসঙ্গে কাজ করছেন বলেই হঠাৎ তেলেগু সুপারস্টার তাঁর বিরাগভাজন হলেন?
Advertisement