সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কৃষ কাপুর' হয়ে পর্দায় আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। সেই রূপেই দর্শকের মন জিতে নিয়েছিলেন। বিশেষ করে জেনজি-দের মন জিতে নিয়েছিলেন। তিনি নবাগত অভিনেতা অহন পাণ্ডে। প্রথম ছবিতেই নিজের অভিনয় জীবনের হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। তবে এবার সেই ছায়া থেকে বেরিয়ে নতুনভাবে নতুন চরিত্রে ধরা দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন তিনি।
'সাইয়ারা'র সাফল্যের পর সেই সাফল্যকেই পাথেয় করে নতুন অবতারে দর্শকের সামনে ধরা দেবেন অহন। এবার নাকি তাঁকে দেখা যাবে 'রাফ অ্যান্ড টাফ' লুকে। সেই জন্য নিজের ভোল পালটেও ফেলেছেন অভিনেতা। লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন অহন। পরেছেন লেদার জ্যাকেট। ক্যাপশনে লিখেছেন, 'এটা একটা কাট'। এবার যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। আলি আব্বাস জাফরের পরিচালনায় নতুন ছবিতে দেখা যাবে এবার তাঁকে।
বলে রাখা ভালো পরিচালকের সব ছবিই মূলত অ্যাকশনথ্রিলার ধর্মী ছবি। সলমন খানের 'টাইগার' ফ্র্যাঞ্চাইজি পরিচালকের জীবনের অন্যতম হিট ছবি। এবার তাঁরি নতুন অ্যাকশন ঘরানার ছবিতে দেখা যাবে অহনকে। সঙ্গে থাকবেন শর্বরী ওয়াঘ। নতুন বছরে শুরু হবে ছবির শুটিং। অহন-অনীতের জুটি ইতিমধ্যেই দর্শকমনে ছাপ ফেলেছে। এবার দেখার আগামীতে অহন-শর্বরীর জুটি একইভাবে ছাপ ফেলতে পারে কিনা।
