অর্ণব আইচ: বারো বছরের প্রেম ভেঙেছে। তাতেই রাগ জমেছিল তরুণীর মনে। যার পরিণতি হল ভয়ংকর। বিচ্ছেদের ১০ মাস পর প্রাক্তন প্রেমিকের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। এই ব্যাপারে হাসপাতালের বেডে শুয়েই আক্রান্ত যুবক তাঁর ‘প্রাক্তন’-এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কড়েয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবক কড়েয়া রোডের বাসিন্দা। তিনি কড়েয়া থানা এলাকার দিলখুশা স্ট্রিটে একটি গ্যারাজে কাজ করেন। কাজের শেষে গ্যারাজের সামনে বসেই তিনি মোবাইল ঘাঁটছিলেন। তখনই এক সহকর্মী তাঁকে সতর্ক করেন। জানান, এক মহিলা অনেকক্ষণ ধরেই তাঁর উপর নজর রাখছেন। তিনি তাকিয়ে দেখেন তাঁর সামনে দাঁড়িয়ে রোজি নামে তাঁরই প্রাক্তন প্রেমিকা। ওই যুবকের দাবি, গত বারো বছর ধরে তাঁর সঙ্গে যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দশ মাস আগে দু’জনের সম্পর্কে অবনতি ঘটে। শেষ পর্যন্ত ছিন্ন হয়ে যায় সম্পর্ক।
যুবকের অভিযোগ, প্রাক্তন প্রেমিকা পোশাকের ভিতর থেকে অ্যাসিডের বোতলটি বের করে আচমকাই ছুড়ে মারে। শরীরের বিভিন্ন জায়গা, এমনকী ডান চোখেও অ্যাসিড এসে লাগে যুবকের। তিনি চিৎকার করে ওঠেন। মেঝেয় পড়ে ছটফট করতে থাকেন। সহকর্মীরা ছুটে গেলে ওই যুবতী পালিয়ে যান। কয়েকজন তাঁর পিছনে তাড়া করেন। কিন্তু মহিলার সন্ধান পাওয়া যায়নি। যদিও ওই যুবক পুলিশকে জানিয়েছেন যে, তাঁর ওই প্রাক্তন প্রেমিকা বেনিয়াপুকুর এলাকায় থাকেন। যদিও পুলিশ সেখানে গিয়ে তাঁর সন্ধান পায়নি। সহকর্মীরা যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেছে। ওই মহিলার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
