shono
Advertisement

Breaking News

‘মার্চেই বিয়ে হওয়ার কথা ছিল সব্যসাচী-ঐন্দ্রিলার’, মেয়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর মা শিখা

কী বললেন অভিনেত্রীর মা?
Posted: 02:21 PM Nov 20, 2023Updated: 02:34 PM Nov 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে একটা বছর কাটল। তবে মেয়ে হারানোর বেদনা এখনও ঠিক আগের মতোই। মা হিসেবে সেটাই তো স্বাভাবিক। কথায় আছে, সময় নাকি ক্ষত ভরে দেয়! কিন্তু ঐন্দ্রিলার স্মৃতিগুলো কি হারিয়ে ফেলার মতো? হারিয়ে ফেলেননি ঐন্দ্রিলার মা শিখা শর্মা। আর তাই তো এখনও মেয়েকে মনে পড়লে চুপটি করে দাঁড়ান তাঁর ছবির সামনে। হাত বোলান আলমারিতে রাখা মেয়ের পোশাকে। ডুব দেন ফেলে আসা দিনগুলোয়। 

Advertisement

২০ নভেম্বর। গত বছর ঠিক এদিনই প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মারণরোগের কাছে কঠিন লড়াইয়ে হার মেনেছিলেন তিনি। অভিনেত্রীর সেই লড়াই ভোলেনি তাঁর অনুরাগীরাও।

এক সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলার মা শিখা জানিয়েছেন, ”ঐন্দ্রিলা আমার কাছে শারীরিকভাবে নেই। কিন্তু সব সময়ই আমার সবচেয়ে কাছেই যেন রয়েছে। এটা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। ওর স্মৃতিগুলোই এখন আমার বেঁচে থাকার সম্বল। ওকে বাঁচিয়ে রাখার সম্পদ”

[আরও পড়ুন: ‘এটাই জাতীয়তাবোধ’, ভারতের হার নয়! ঋদ্ধি-ঋত্বিকদের মুখে প্যালেস্তিনীয় সমর্থকের জয়গান]

গতবছরের নভেম্বর মাসে ঐন্দ্রিলার পরিবারের জীবনে ঝড় উঠেছিল। সেই ঝড়ের দমকায় হাওয়ায় ঐন্দ্রিলাকে হারিয়েছে তাঁর মা। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সবই রয়ে গেল অসম্পূর্ণ।

সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলা শর্মার মা জানিয়েছেন, ”২০২৩ এর মার্চ মাসে সব্যসাচীর সঙ্গে ওর বিয়ের কথা ছিল। সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেটা আর হল না। শুধু রেজিস্ট্রি ম্যারেজ করে, খুব কাছের লোকজনকে খাওয়াতাম। কিন্তু কিছুই আর হল না।” 

ঐন্দ্রিলার জিয়নকাঠি ছিলেন সব্যসাচী। ‘ঝুমুর’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জন। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর এমন এক নিবিড় বাঁধন, যা ঐন্দ্রিলাকে প্রতি মুহূর্তে আগলে রেখেছিল। ভাল লেখেন সব্যসাচী। ‘দলছুটের কলম’, ‘ব্যাতাইপুকুরের বেত্তান্ত’র মতো বই রয়েছে তাঁর। সেই লেখাই তাঁর লড়াই, যন্ত্রণা ও আত্মবিশ্বাসের কাহিনি প্রতিবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। কিন্তু যেদিন থেকে ঐন্দ্রিলাকে হারিয়েছেন সব্যসাচী, সেদিন থেকে ঐন্দ্রিলাকে নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি। নিজের মনের ভিতরই লুকিয়ে রেখেছেন সব যন্ত্রণা। আজকেও হয়তো একান্তে বসে সব্যসাচী ডুব দিয়েছেন ঐন্দ্রিলার স্মৃতিতে।

[আরও পড়ুন: ‘এটাই জাতীয়তাবোধ’, ভারতের হার নয়! ঋদ্ধি-ঋত্বিকদের মুখে প্যালেস্তিনীয় সমর্থকের জয়গান]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement