shono
Advertisement
Aishwarya Rai Bachchan

নেই অভিষেক! গণেশপুজোর প্যান্ডেলে মা-মেয়েকে নিয়ে হিমশিম খেলেন ঐশ্বর্য

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ভিডিও।
Published By: Suparna MajumderPosted: 12:20 PM Sep 10, 2024Updated: 05:18 PM Sep 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থী হয়ে গিয়েছে। তবে মুম্বইয়ে উৎসব এখনও চলছে। বড় বড় প্যান্ডেলে রয়েছে বিশাল বিশাল গণেশ মূর্তি। কাতারে কাতারে মানুষ গিয়ে করছেন দর্শন। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়ে মুম্বইয়ের জেএসবি গণপতি মণ্ডলে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ভিড়ের মধ্যে বেশ হিমশিম খেতে হয়েছে অভিনেত্রীকে। তবে সেখানে অভিষেক বচ্চনকে দেখা যায়নি।

Advertisement

বচ্চন পরিবারে অশান্তির জল্পনা নতুন নয়। শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। আবার ননদ শ্বেতার সঙ্গেও প্রাক্তন বিশ্বসুন্দরীর আদায় কাঁচকলায় সম্পর্ক বলেও রটনা। দুই পক্ষ নাকি একে অন্যকে এড়িয়েই চলেন। এমন পরিস্থিতিতেই আবার রটনা, নিজের বিলাসবহুল বাংলো 'প্রতীক্ষা' মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন অমিতাভ বচ্চন। শোনা এও গিয়েছে যে বচ্চনদের বাংলো ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের কাছে গিয়ে থাকছেন ঐশ্বর্য।

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের টানাপোড়েনের কথাও একাধিকবার শোনা গিয়েছে। ছড়িয়েছে ডিভোর্সের জল্পনা। এমনকী, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বাবা অমিতাভ বচ্চন, মা জয় বচ্চন ও বোন শ্বেতার পরিবারের সঙ্গেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিষেক। ঐশ্বর্য যান মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। যদিও অনুষ্ঠানবাড়ির ভিতরের ভিডিওতে তারকা দম্পতিকে একসঙ্গেই দেখা যায়।

ছবি: সংগৃহীত

একসময় সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বর্য। তা ভাঙার পরই নাকি বিবেক ওবেরয়ের প্রেমে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। এখন আরাধ্যাই যেন মাকে প্রতিপদে আগলে রাখে।

 

[আরও পড়ুন: ফের যৌন হেনস্তায় অভিযুক্ত জয়জিৎ, এবার নিগ্রহের অভিযোগ মডেলের, অভিনেতা কী বলছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়ে মুম্বইয়ের জেএসবি গণপতি মণ্ডলে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।
  • ভিড়ের মধ্যে বেশ হিমশিম খেতে হয়েছে অভিনেত্রীকে।
Advertisement