সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, সময়ের নিয়ম মেনে আরও একটা বড় শেষের পথে। হাতেগোনা কয়েকদিন পরই নতুন বছর। সেই উপলক্ষেই গ্রাহকদের জন্য অগ্রিম উপহার নিয়ে হাজির অম্বানির Jio। মোট তিনটি 'হ্যাপি নিউ ইয়ার' প্ল্যান আনা হয়েছে বলেই সংস্থা সূত্রে খবর। তবে সবকটিই প্রিপেড গ্রাহকদের জন্য। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
১. Hero Annual Recharge
সংস্থা সূত্রে জানা গিয়েছে, বার্ষিক এই রিচার্জ প্ল্যানের খরচ ৩৫৯৯ টাকা। এতে পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে মেসেজ ও দৈনিক ২.৫ জিবি ডেটা। তবে এখানেই শেষ নয়। নতুন বছরের উপহার হিসেবে পাবেন বিনামূল্যে ১৮ মাসের জন্য জেমিনি প্রো ব্যবহারের সুবিধা। অর্থাৎ ৩৫, ১০০ টাকা খরচ না করেই ব্যবহার করতে পারবেন জেমিনি প্রো। পাবেন ২ টিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজও।
২. Super Celebration Monthly Plan
মাসিক এই রিচার্জ প্ল্যানের খরচ ৫০০ টাকা। এতে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন দিনে ১০০টি করে মেসেজ। এখানেই শেষ নয়, বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম, JioHotstar, আমাজন প্রাইম, সোনি LIV, ZEE5, Hoichoi-সহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। থাকছে বিনামূল্যে ১৮ মাসের জন্য জেমিনি প্রো ব্যবহারের সুবিধা।
৩. Jio Flexi Pack
২৮ দিনের এই প্ল্যানের খরচ মাত্র ১০৩ টাকা। এতে পাবেন মোট ৫ জিবি ডেটা। এছাড়া বিনোদনের সুযোগও রয়েছে এতে। সেক্ষেত্রে ৩টি অপশন দেবে সংস্থা, তার মধ্যে বেছে নিতে হবে একটি। সেগুলি হল - JioHotstar, Zee5 ও SonyLiv/ JioHotstar, SunNXT, Kancha Lanka ও Hoichoi/ JioHotstar, FanCode, Lionsgate ও Discovery+
