shono
Advertisement

Breaking News

Akshay Kumar

শিবলিঙ্গ জড়িয়ে বিতর্কে অক্ষয়! সনাতন ধর্মকে অপমানের অভিযোগ, 'কড়া প্রতিক্রিয়া' খিলাড়ির

দেশের পুরোহিত সংগঠনের রোষানলে অক্ষয় কুমার। কী জবাব খিলাড়ির?
Published By: Sandipta BhanjaPosted: 05:07 PM Feb 27, 2025Updated: 06:34 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবলিঙ্গ জড়িয়ে তুমুল বিতর্কের শিরোনামে অক্ষয় কুমার (Akshay Kumar)। ভাইরাল ছবি ঘিরে নিন্দার ঝড়! অক্ষয়ের বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমানের অভিযোগ তুলল দেশের পুরোহিত সংগঠন। লাগাতার কটাক্ষের জেরে এবার 'মাঠে নামলেন' খোদ খিলাড়ি! পুরোহিতদের রোষানলে পড়ে কড়া প্রতিক্রিয়া দিলেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি 'মহাকাল চলো' শীর্ষক একটি গান প্রকাশ্যে এনেছেন অক্ষয়। সেই গান নিয়ে আপত্তি না তুললেও গানের দৃশ্য নিয়ে বেজায় চটেছেন পুরোহিতরা। বলিউড অভিনেতার বিরুদ্ধে একজোট হয়ে সমস্বরে তাঁদের দাবি, "অক্ষয় কুমার সনাতন ধর্মকে অপমান করেছেন।" গত মঙ্গলবার পুরোহিত সংগঠনের সভাপতি মহেশ শর্মা একটি বিবৃতি জারি করে খিলাড়ির গানের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন। তাঁর কথায়, "গানে কোনও সমস্যা দেখিনি আমরা। তবে মিউজিক ভিডিওতে যে দৃশ্য রয়েছে, সেটা ভালো লাগল না। দেখা গিয়েছে, অক্ষয় শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছেন। আর তাঁর উপর দিয়েই মহাদেবের পঞ্চামৃত অভিষেক চলছে। এটা একদম উচিত হয়নি। সেখানে ভষ্মাভিষেকও চলছিল। এটা তো সকলেই জানেন যে, একমাত্র উজ্জয়িনীর মহাকাল মন্দিরে এই রীতি পালন করা হয়, আর কোথাও না। সিনেমার সেটে এইধরণের দৃশ্য তৈরি করে সনাতন ধর্মকে অপমান করা একেবারেই উচিত নয়।" বিতর্ক তুঙ্গে উঠতেই এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন অক্ষয় কুমার।

বুধবার কানাপ্পার প্রচারের অনুষ্ঠানে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন খিলাড়ি। উল্লেখ্য, এই দক্ষিণী ছবিতে অক্ষয় নিজেই শিবের ভূমিকায় অভিনয় করবেন 'ওএমজি ২'-এর পর। বলিউড অভিনেতার মন্তব্য, "ছোটবেলা থেকে মা-বাবা শিখিয়েছেন যে ঈশ্বর আমাদের মাতা-পিতা। তাই কেউ যদি নিজের মা-বাবাকে আলিঙ্গন করেন, তাহলে সমস্যাটা কোথায়? এটা নিয়ে কারও সমস্যা হওয়ার কথা কি? একেবারেই নয়। আমি সেখান থেকে শক্তি পাই। আমার ভক্তিকে কেউ ভুল বুঝলে সেটা আমার দায় নয়! এটাই বলার।" এই 'মহাকাল চলো' গানটির জন্য পলাশ সেনের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয়। কোরিওগ্রাফার গণেশ আচার্য। শিবভক্তির সেই গান নিয়েই পুরোহিতদের রোষানলে অক্ষয় কুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিবলিঙ্গ জড়িয়ে তুমুল বিতর্কের শিরোনামে অক্ষয় কুমার।
  • অক্ষয়ের বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমানের অভিযোগ তুলল দেশের পুরোহিত সংগঠন।
  • কটাক্ষের জেরে এবার 'মাঠে নামলেন' খোদ খিলাড়ি! পুরোহিতদের রোষানলে পড়ে কড়া প্রতিক্রিয়া দিলেন অভিনেতা।
Advertisement