সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি কেরিয়ারে হিটের খরা কিছুতেই কাটছে না অক্ষয় কুমারের (Akshay Kumar)। তবে থেমে থাকেননি অভিনেতা। বক্স অফিসের দৌড়ে তাঁর কপাল না খুললেও একের পর এক সিনেমায় রিয়েল লাইফ হিরোদের কাহিনি ফুটিয়ে তুলেছেন। এবার দেশের আসল নায়কদের হয়ে সওয়াল করে ইতিহাস বইয়ের সিলেবাস নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন।
বিগত কয়েক বছরে অক্ষয় কুমার একাধিক বায়োপিকে অভিনয় করেছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। 'প্যাড ম্যান' ছবিতে লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে গিয়েছিলেন অক্ষয়। এরপর তিনি 'গোল্ড' ছবিতে কথনও ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন তো কখনও বা 'কেশরী'তে হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে। আবার বড়পর্দায় সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাঁথাও তুলে ধরেছেন খিলাড়ি। এছাড়াও 'মিশন রানিগঞ্জ' ছবিতে কখনও যশবন্ত সিং গিলের চরিত্রে আবার 'সরফিরা'য় জগন্নাথ মাহাত্রের চরিত্র ফুটিয়ে তুলেছেন। বক্স অফিসে সেসব ছবি খুব একটা সাফল্যের মুখ না দেখলেও ফিল্মি কেরিয়ারের মার্কশিটে কিন্তু বড় নম্বর তুলে ফেলেছেন খিলাড়ি। বলিউডের এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই অক্ষয়ের মন্তব্য, "আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই।"
এরপরই খিলাড়ির সংযোজন, "এমন অনেক জিনিস আছে, ইতিহাসের বইগুলিতে যার উল্লেখ নেই। আমি ইচ্ছে করেই এইধরনের চরিত্রগুলোকে বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। অনেকে তাঁদের সম্পর্কে কিছুই জানেন না কারণ কেউ গভীরে যেতেই চান না। এই ধরনের চরিত্রগুলো আমাকে টানে। অনেক জিনিস সংশোধন হওয়া দরকার। আমরা ইতিহাস বইতে আকবর কিংবা ঔরঙ্গজেব সম্পর্কে পড়ি কিন্তু আমাদের দেশের আসল নায়কদের সম্পর্কে জানি না। ওঁদেরও এবার প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। সেনাবাহিনীর অনেক গল্প আছে। অনেক মানুষকে পরমবীর চক্রে সম্মানিত করা হয়েছে। আমার মনে হয় ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।"
