সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসে কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় রেস্তরাঁর কাচের সব দেওয়াল। এমনকী পরবর্তী হামলা মুম্বইতে হবে, বলেও সেসময়ে শাসানি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর অভিযোগ অবশ্য ভিন্ন! তবে টার্গেট এক- কপিল শর্মা। এবার কানাডার সেই 'অভিশপ্ত রাত' নিয়েই কপিলকে খোঁচা অক্ষয় কুমারের।
সম্প্রতি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে হাজির হয়েছিলেন বলিউড খিলাড়ি। সেখানেই কানাডার ক্যাফেতে হওয়া হামলা নিয়ে সঞ্চালক-অভিনেতাকে কৌতুকছলে খোঁচা দেন তিনি! শুরুটা অবশ্য কপিল নিজে করেছিলেন। শোয়ের মাঝে কথোপকথনে আচমকাই অক্ষয়ের উদ্দেশে কপিল প্রশ্ন ছোড়েন, "জীবনে দেড়শোটির বেশি ছবিতে অভিনয় করেছেন। আপনি কি আদতেই এতটা ট্যালেন্টেড নাকি আপনার চাহিদা বেশি?" তার পরিপ্রেক্ষিতেই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে অক্ষয়কে বলতে শোনা যায়, "তুই তোর নিজের কথা বল। নেটফ্লিক্সে তিন-তিনটে সিজন করে ফেললি। এর আগে সোনিতে তোর শো চলত। তার আগে কালার্স টিভিতে। আর এখন তো দুটো সিনেমায় অভিনয়ও করছিস। তাছাড়া রেস্তরাঁও খুলে ফেলেছিস আর ওখানে তোর এত কামাই যে গুলিও চলেছে সম্প্রতি।"
বলিউড খিলাড়ির এহেন রসিকতা শুনে কপিল প্রথমটায় হতভম্ব হয়ে গেলেও দর্শক আসন থেকে হাততালির রোল ওঠে! তবে কানাডার ক্যাফেতে হামলা প্রসঙ্গ উত্থাপন করেও ক্ষান্ত হননি খিলাড়ি। পালটা কপিল শর্মাকে প্রশ্ন ছোড়েন, তাহলে তুই বল, তুই কি আদতেও এতটাই ট্যালেন্টেড, নাকি তোর চাহিদা বেশি? যদিও অক্ষয়ের প্রশ্নবাণে কোনও উত্তর দেননি কপিল শর্মা, তবে হেসে বিষয়টিকে সহজ করতে দেখা যায় তাঁকে।
