সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে 'ধুরন্ধর' (Dhurandhar)। এককথায় একে 'ধুরন্ধর ব্যবসা বললেও ভুল হবে না। রণবীরের পাশাপাশি এই ছবিতে নজর কেড়েছেন বিশেষভাবে অক্ষয় খান্না (Akshaye Khanna)। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউডের একাধিক তারকা। পিআর সর্বস্ব জনপ্রিয়তার পথে না হেঁটে দর্শকের দরবারে সেরা উপস্থাপনা তুলে ধরেছেন পর্দার 'রহমান ডাকাত'। তবে জনপ্রিয়তা, প্রশংসা এত কিছু প্রাপ্তির পরও এসবের থেকে অনেক দূরে থাকেন অক্ষয়। প্রশংসার পরও নিজেকে এসব থেকে দূরেই রেখেছেন অক্ষয়। এই সাফল্যের মাঝেই নিজের আলিবাগের বাড়িতে ব্যাক্তিগতভাবে পুজোর আয়োজন করলেন অক্ষয়।
নিজের আলিবাগের বাড়িতে সম্প্রতি বাস্তু শান্তি যজ্ঞের আয়োজন করলেন অক্ষয়। যা মূলত ঘরে শান্তি, পজিটিভিটি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়। অক্ষয়ের নাড়ির এই বিশেষ যজ্ঞের নানা মুহূর্ত নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন অক্ষয়ের বাড়ির পূজারী। পোস্টে তিনি লিখেছেন, 'অভিনেতা অক্ষয় খান্নার বাড়িতে এমন এক পুজো করার সৌভাগ্য হয়েছে আমার। এ যেন আমার এক পরম প্রাপ্তি। একজন এই মাপের অভিনেতা হয়েও তাঁর পা সবসময় মাটিতে থাকে। এত সাধারন জীবনযাপন করেন তিনি যা আলাদা করে বলার মতো। তাঁর এই জীবনযাপন আমাকে মুগ্ধ করেছে।'
উল্লেখ্য, নিজের ব্যক্তিগত পরিসরে কোনওভাবেই পেশাগত জীবনকে টেনে আনতে দেখা যায়না অক্ষয়কে। নিজের জীবনে রীতিমতো সীমারেখা টেনেছেন তিনি। থাকেন লোকচক্ষুর অন্তরালে। এমনকী সোশাল মিডিয়াতেও নেই। অন্যদিকে তাঁর 'ধুরন্ধর' ছবির বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি চর্চায় ‘ধুরন্ধর’-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। সোশাল মিডিয়া স্ক্রল করলেই বিভিন্ন রিলের ট্রেন্ডিং মিউজিক এখন অক্ষয়ময়। বর্তমানে বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’ সিনেমার FA9LA ব়্যাপ। যা মুক্তির মাত্র কয়েক দিনেই চড়চড়িয়ে বেড়েছে শ্রোতা-অনুরাগীর সংখ্যা। আর এই র্যাপে অক্ষয়ের নাচ যেমন ট্রেন্ডিং তেমনই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
