করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন'। দ্বিতীয় ছবি হাইওয়ে থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে যেমন তাক লাগিয়ে দিয়েছেন, তেমনই প্রযোজক হিসেবেও ছক্কা হাঁকাচ্ছেন। এবার নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির কাপুরদের 'গ্লোবাল' বউমা। বর্তমান প্রজন্মের 'লাভ-সেক্স-ধোঁকা' নিয়ে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন-এর ব্যানারে।
শুক্রবার অভিনব প্রচার কৌশলীর মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা করলেন আলিয়া ভাট। অভিনেত্রী-প্রযোজক বলছেন, 'রোম্যান্সে এত লজ্জার কিছু নেই!' আর আলিয়ার এহেন মন্তব্যেই ছবির নামের ইঙ্গিত। জানা গেল, আলিয়া প্রযোজিত এই সিনেমার নাম 'ডোন্ট বি শাই'। যে ছবির পরিচালক এবং গল্পকার শ্রীতি মুখোপাধ্যায়। পর্দার 'গাঙ্গুবাঈ' জানালেন, কুড়ি বছর বয়সি এক তরুণীকে নিয়ে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। যে মনে করে, তার জীবন একেবারে 'পিকচার পারফেক্ট'। কিন্তু আচমকাই এক অপ্রত্যাশিত ঘটনা বদলে দেয় তার জীবনের মোড়। কী হয় তারপর? আলিয়া বলছেন, "জানতে হলে চোখ রাখতে হবে অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায়। কারণ বয়ঃসন্ধিকালের শরীরী প্রেম, রোম্যান্স, বিরহ মুখরোচক সব উপকরণে ঠাসা এই সিনেমা।" ছবির অন্যতম প্রযোজক আলিয়ার দিদি শাহিন ভাট।
আলিয়া ভাট, ছবি- ইনস্টাগ্রাম
সিংহভাগ প্রযোজকরা যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল হন, তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না। বরং প্রযোজক হিসেবে কন্টেন্টকেই বরাবর রাজার সিংহাসনে বসিয়ে এসেছেন নায়িকা। তাঁর প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হয়েছিল 'পোচার'-এর মতো সিরিজ। যা কিনা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। একজন পশুপ্রেমী হওয়ার সুবাদে দেশের হাতিমৃত্যু ভাঁজ ফেলেছিল আলিয়া ভাটের কপালেও। আর সেই ভাবনা থেকেই সমাজ, প্রশাসনকে নাড়া দিতে তিনি টাকা ঢেলেছিলেন ওই ডকু সিরিজে। এছাড়া আলিয়া প্রযোজিত 'ডার্লিং'য়েও গার্হস্থ্য হিংসার শিকার হওয়া এক নারীর নিত্যযুদ্ধ দেখানো হয়েছিল। এবার প্রযোজক হিসেবে নবীন প্রজন্মের প্রেম-বিরহের গল্প নিয়ে আসছেন
