বলিউডে শরীর সচেতন তারকার প্রসঙ্গ উত্থাপন হলেই বিদ্যুৎ জামওয়াল, অক্ষয় কুমার, টাইগার শ্রফের পাশাপাশি জন আব্রাহামের নামও ঠাঁই পায় সেই তালিকায়। জেন জি'র ভাষায় 'ফিটনেস ফ্রেক' বলতে যা বোঝানো হয়, এযাবৎকাল তারই সমার্থক হিসেবে জনকে দেখেছে ভক্তমহল। যে অভিনেতা 'জিসম', 'ধুম'-এর মতো ছবিতে শরীরী গড়নে, শার্টলেস অবতারে আগুন ধরিয়েছিলেন। যাঁর নাম শুনলেই এযাবৎকাল নারীমনে 'হ্যান্ডসাম হাঙ্ক' শব্দটি উচ্চারিত হত, এবার সেই বলিউড তারকার চেহারা দেখেই কিনা আঁতকে উঠল নেটভুবন!
জন আব্রাহাম, ছবি- সংগৃহীত
এ কী চেহারা! তোবড়ানো গাল। ওজন ঝরেছে। ক্লিন সেভ। চুলেও খানিক পাক ধরেছে! যদিও হাতের পেশি এখনও দৃশ্যমান, তবে জন আব্রাহামের ভাঙা চেহারা দেখে এবার অনুরাগীমহলে উদ্বেগ। কারণ এযাবৎকাল রিল হোক কিংবা রিয়েল লাইফ, জনকে সুঠাম চেহারায় দেখতেই অভ্যস্ত সকলে। তেইশ সালে 'পাঠান' ছবিতেও হাড়হিম করা অ্যাকশনের মারপ্যাঁচে বুকে কাঁপন ধরিয়েছিলেন। বলিউডের সেই হিরোর এমন চেহারা কীভাবে হল? চমকে গিয়েছেন অনুরাগীরা। সম্প্রতি জনের সঙ্গে তাঁর টিমের এক সদস্যের সেলফি ভাইরাল হয়েছে। সেখানেই এমন 'জরাজীর্ণ' লুকে অভিনেতাকে দেখা গিয়েছে। আর সেই ফ্রেম নিয়ে নেটভুবনে আপাতত কাটাছেড়ার অন্ত নেই!
অনুরাগীমহলের প্রশ্ন, 'জন আব্রাহাম আদৌ ঠিক আছেন তো? নাকি উনি অসুস্থ?' আবার কারও মন্তব্য, 'সেই সুঠাম চেহারার মালিক জনের এ কী অবস্থা?' কেউ বা অভিনেতার মুখের বলিরেখার দিকেও আঙুল তুলেছেন। যদিও ভক্তমহলের একাংশের মত, 'সম্ভবত নতুন কোনও সিনেমার জন্যেই এহেন 'রূপধারণ' করেছেন জন আব্রাহাম।' আবার কেউ বলছেন, 'পঞ্চাশোর্ধ্ব অভিনেতার চেহারা এমন হওয়া অস্বাভাবিক নয়!' এককথায়, এক ছবিতেই সোশাল পাড়ায় ঝড় তুলে দিয়েছেন জন আব্রাহাম।
