বুধবারই দ্বিতীয় 'বিবাহ অভিযান' বিতর্ক নিয়ে মুখ খুলেছেন হিরণ চট্টোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন, "বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না!" তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই চেন্নাই থেকে ফিরে এবার আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক।
গত বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ্ময় চট্টোপাধ্যায় ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নেতা-অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। এবার সেই প্রেক্ষিতেই আগাম জামিনের আবেদন করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন পদ্ম শিবিরের বিধায়ক। সূত্রের খবর, হিরণের আইনজীবী আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও শুনানির দিন স্থির হয়নি বলেই জানা গেল।
প্রথম স্ত্রী'র অভিযোগের ভিত্তিতেই নেতা-অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু হয়। ছবি- সোশাল মিডিয়া
প্রথম স্ত্রী'র সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার ছাঁদনাতলায় বসেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসার পরই ওয়াকিবহালমহল বলেছিল, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী এই বিয়ে আইনত অপরাধ। ফলস্বরূপ, অভিযুক্তের বছরখানেকের জেলও হতে পারে। অতঃপর হিরণের দ্বিতীয় দাম্পত্য ইনিংস বিনোদুনিয়ার 'টক অফ দ্য টেবিলে'র গণ্ডি পেরিয়ে রাজনৈতিকমহলেও তীব্র চর্চার বিষয় হয়ে উঠেছে। দিন কয়েক আগেই হিরণের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশি সূত্রে খবর, বধূ নির্যাতন, এক স্ত্রী থাকা সত্ত্বেও অন্য বিয়ে করা, যা জামিন অযোগ্য ধারা এবং একজন আরও একজনকে অপরাধে সাহায্য করার মতো ধারাও যুক্ত করা হয়েছে। পাশাপাশি হিরণ্ময় এবং ঋতিকার ভাইরাল বিয়ের ছবিও পুলিশকে প্রমাণ হিসেবে জমা দিয়েছিলেন প্রথম স্ত্রী অনিন্দিতা।
অভিযোগপত্রে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা লেখেন, "আমি হতভাগ্য স্ত্রী। ১১ ডিসেম্বর ২০০০ সালে উলুবেড়িয়াতে হিরণ্ময়ের সঙ্গে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হই। হিরণ্ময়ের খড়গপুরে সম্পত্তি আছে এবং প্রভাবশালীও বটে। দিনের পর দিন তিনি আমাকে ও আমার মেয়েকে মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে অত্যাচার করেছেন। আমার মেয়ের উনিশ বছর বয়স। সেও এই ঘটনায় ভুক্তভোগী। বাবার ব্যবহারে সে রীতিমতো হেনস্তার শিকার হয়েছে। আমাদের উপর অমানুষিক অত্যাচার চালানো হয়েছে দিনের পর দিন। আমি ও হিরণ্ময় আইনত বিবাহিত হওয়ার পরও তিনি একজন একুশ বছর বয়সি মেয়েকে বিয়ে করেছেন। যা আমি সোশাল মিডিয়া মারফত জানতে পেরেছি। এবং এটি সম্পূর্ণ আইনবিরুদ্ধ। সোশাল মিডিয়াতে বলা হচ্ছে যে, হিরণ্ময় নাকি এই বিয়ে পাঁচ বছর আগেই করেছেন। এখন আবার বেনারসে বিয়ে করেছেন। আমি জীবিত থাকা সত্বেও উনি যেভাবে বিয়ে করেছেন তা আইনত শাস্তিযোগ্য।" সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
