shono
Advertisement
Alia Bhatt

সোশাল মিডিয়াকে 'আলবিদা' আলিয়ার! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রণবীর ঘরনির?

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া অকপটে বলেন, "সোশাল মিডিয়া মানুষকে অমনোযোগী করে তোলে।"
Published By: Arani BhattacharyaPosted: 02:45 PM Jan 31, 2026Updated: 03:32 PM Jan 31, 2026

মেয়ে রাহার ছবি সরিয়েছেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে। নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি আর কেউ নন, বলি নায়িকা আলিয়া ভাট। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে এই মুহূর্তে আর মেয়ে রাহার কোনও ছবি দেখা যায় না। সোশাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। এবার নিজেও পুরোপুরি সোশাল মিডিয়া থেকে সমস্ত অ্যাকাউন্ট সরিয়ে ফেলার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেত্রী। ঠিক কী বলেন আলিয়া?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া অকপটে বলেন, "সোশাল মিডিয়া মানুষকে অমনোযোগী করে তোলে। সবসময় নেটমাধ্যমে অনলাইন থাকা খুবই কঠিন একটা বিষয়। আমার মাঝে মাঝে মনে হয় আমি এই সোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিই। বিষয়টা খুবই একঘেয়ে। শুধু তাই নয়, সোশাল মিডিয়ার দৌলতে ব্যক্তিগত জীবনও ব্যহত হয়। আমি আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই। এই নিয়ে খোলাখুলি আলোচনা আমার একেবারেই নাপসন্দ। আর সবসময় সবাইকে উত্তর দেওয়া, যোগাযোগ রাখা, এটা খুব কঠিন বিষয়।" সোশাল মিডিয়া থেকে পাকাপাকিভাবে 'বাণপ্রস্থ' ঘোষণা এখনও না করলেও মাঝেমাঝেই তা ব্যবহারে অব্যাহতি দেন আলিয়া। এর আগেও তা ঘটেছে। আর মা হওয়ার পর সোশাল মিডিয়া থেকে বেশ দূরত্ব বজায় রাখতেই চান তিনি। 

আলিয়া ভাট, ছবি: সোশাল মিডিয়া

আলিয়া আরও বলেন, "আমার এই অনুভূতি আরও প্রকট হয়েছে যখন আমি একজন মা হয়েছি। জীবনের এই ইনিংস শুরু করার পর আমার মনে হয়েছে যে, আমার জীবনের মূল লক্ষ্য ভালো কাজ করা, এবং ব্যক্তিগত জীবনকে সুস্থ রাখা। আর এটা একটা এমন পদ্ধতি যা ওই নয় মাসেই বোঝা যায়। অনেক পরিবর্তন আসে একজন মায়ের জীবনে। আমারও সেভাবেই মা হওয়ার পর আমূল শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটেছে। যা প্রতিটি মেয়েরই হয়। আর তারপর থেকেই আমার এই অনুভূতি আরও বেড়েছে। আমি এখন জীবনের এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি 'প্রাইভেসি' চাই। তবে হ্যাঁ, এটাও বলতে হবে যে, আমার সোশাল মিডিয়ায় এত সংখ্যক অনুরাগী। তাঁদেরও আমি হতাশ করতে চাই না। আমার এবং রণবীরের ফিল্মি কেরিয়ারে সোশাল মিডিয়ায় একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের অনুরাগীরা আমাদের নতুন কাজ সম্পর্কে জানতে পারেন এই সোশাল মিডিয়ার মাধ্যমেই। তাই এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ একেবারেই নয়। তবে এসবের পরেও মাঝেমাঝেই আমার মনে হয় সোশাল মিডিয়া থেকে সরে যাই।"

তবে এমন ইচ্ছা আলিয়ার প্রথমবার হয়নি। এর আগেও নিজের ছবির প্রচার সারার পর সব ছবি আচমকাই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়েছিলেন তিনি। এমনকী একটা সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে মেয়ে রাহাকে নিয়েই তাঁর সবকিছু। ফোনের গ্যালারি ভর্তি এখন মেয়ের ছবিতেই। মেয়ের কথা ভেবে অভিনয় জীবন নিয়েও সচেতন হয়েছেন আলিয়া। কাজের পরিমাণ তিনি যে কমিয়ে দেবেন সে কথা আগেই জানিয়েছিলেন। এবার মেয়ের কথা ভেবে সামনে আনলেন সোশাল মিডিয়া থেকে অব্যাহতির ইচ্ছাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement