সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি। আর্থিক কেলেঙ্কারির দায়ে একাধিক মামলায় জর্জরিত স্বামী রাজ কুন্দ্রা। উপরন্তু মঙ্গলবার বেঙ্গালুরুর বাস্তিয়ান ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর বুধবার সাতসকালে শিল্পা শেট্টির দাদরের রেস্তরাঁয় হানা দেয় আয়কর বিভাগের তদন্তকারীরা। এমতাবস্থায় নতুন রেস্তরাঁর প্রচার করে ফের সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী।
গত সেপ্টেম্বর মাসেই জানা গিয়েছিল যে, 'আম্মাকাই' নামে আরেকটি নতুন আরেকটি রেস্তরাঁ খুলতে চলেছেন শিল্পা শেট্টি। প্রথমটায় অবশ্য বাস্তিয়ান বন্ধ হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে পরে ওই রেস্তরাঁর টিমের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, খোলনলচে বদলে 'আম্মাকাই' নামে নতুন আরেকটি ফুড জয়েন্ট আনতে চলেছেন অভিনেত্রী। বলা হয়েছিল, বান্দ্রাতেই এবার মায়ের হাতের সেরা দক্ষিণী খাবার পরিবেশন করবে টিম 'আম্মাকাই'। যদিও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে সময়টা মোটেই ভালো যাচ্ছে না রাজ-শিল্পার। লাগাতার একটার পর একটা আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ছে বিটাউনের তারকাদম্পতির। সেই জন্যেই হয়তো নতুন হোটেলের দরজা খুলতে এতটা দেরি হল তাঁদের। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এক অভিনব ভিডিওবার্তায় 'আম্মাকাই'-এর প্রচার করেন শিল্পা শেট্টি। আর সেই প্রেক্ষিতেই শুভেচ্ছার সঙ্গে তাঁর সঙ্গী হল সমালোচনাও।
নাটকীয় প্রচার ভিডিও দেখে সোশাল পাড়ার একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। কারও কটাক্ষ, 'বাস্তিয়ানে প্রতিদিন কোটি টাকা আয় হওয়া সত্ত্বেও কেন কোর্টে টাকা মিটিয়ে দিচ্ছেন না?' কেউ বা বললেন, 'এক বাস্তিয়ানেই রক্ষে নেই, আবার দোসর হিসেবে আম্মাকাই!' দেখবেন এটার জন্যেও যেন বিতর্কে না জড়াতে হয়। কারও কৌতূহল, 'এই রেস্তরাঁও কি অন্যের টাকা আত্মসাৎ করে খুললেন?' এহেন নানা কটু মন্তব্যের ভিড়। যদিও অনুরাগীরা এই নতুন ইনিংসের জন্য শিল্পা শেট্টিকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, রাজ-শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! পর্নকাণ্ডের পর মাসখানেক আগে ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা। লুক নোটিস জারি হওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে তারকাদম্পতির বিদেশ ট্যুরও। সম্প্রতি সাধের রেস্তরাঁ বাস্তিয়ানের জন্যেও আইনি গেরোয় পড়তে হয়েছে অভিনেত্রীকে। শিল্পা শেট্টির মালিকানাধীন বাস্তিয়ান রেস্তরাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত সেই রেস্তরাঁ খোলা ছিল। যার জেরে প্রশ্ন ওঠে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত খদ্দেরদের পার্টি করার অনুমতি দিল? সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশি আইনের ১০৩ ধারার অধীনে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় বেঙ্গালুরুতে। এমনকী আটক করা হয় রেস্তরাঁর ম্যানেজারকেও। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার মুম্বইয়ের দাদর এলাকার বাস্তিয়ান রেস্তরাঁয় আয়কর বিভাগের তরফে তল্লাশি চালানো হয়। এমতাবস্থায় নতুন রেস্তরাঁ 'আম্মাকাই' উদ্বোধনের ঘোষণা করে ফের রোষানলে শিল্পা শেট্টি।
