shono
Advertisement
Amitabh Bachchan Dharmendra

নিজে গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রর বাড়িতে গেলেন অমিতাভ, আজও অটুট 'জয়-বীরু'র 'ইয়ে দোস্তি'

হাসপাতাল থেকে ছাড়া পেতেই বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে জুহুর বাংলোয় ছুটলেন অমিতাভ বচ্চন।
Published By: Sandipta BhanjaPosted: 07:38 PM Nov 12, 2025Updated: 07:38 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র। বলিউড মাধ্যম সূত্রে খবর, এখন থেকে বাড়িতেই প্রবীণ অভিনেতার চিকিৎসা চলবে। হাসপাতাল থেকে ধর্মেন্দ্রকে সোজা জুহুর বাংলোয় নিয়ে গিয়েছেন সানি দেওল, ববি দেওল। খবর পেয়েই নিজে গাড়ি চালিয়ে বন্ধুকে দেখতে ছুটলেন অমিতাভ বচ্চন। ধর্মেন্দ্রর বাংলোয় প্রবেশ করার সময়ে চালকের আসনে আবেগপ্রবণ বিগ বি'কে ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা। যে ভিডিও দেখে 'শোলে'র নস্ট্যালজিয়ায় ভাসলেন অনুরাগীরা।

Advertisement

চলতি বছরেই 'শোলে'র পঞ্চাশতম বর্ষপূর্তি। তবে সময় গড়ালেও 'জয়-বীরু'র বন্ধুত্বের সমীকরণ বদলায়নি। বয়সে ধর্মেন্দ্র বড় হলেও অনুজ অমিতাভ বচ্চনের সঙ্গে বরাবর সুসম্পর্ক বজায় রেখেছেন বীরু। এবার ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের একবার তাঁদের অফস্ক্রিন বন্ধুত্বের ঝলক দেখতে পেলেন অনুরাগীরা। পাপারাজ্জিদের সুবাদে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অমিতাভ নিজেই তাঁর বিএমডব্লু গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রর বাংলোয় পৌঁছন। যা দেখে বিগ বি'কে কুর্নিশ দুই প্রবীণ তারকার ভক্তমহলের। একাংশের মন্তব্য, '৮৩-তে পা রাখলেও বয়সের কাছে মাথা নোয়াননি অমিতাভ। তাই আজও শুটিং য়ের দৌড়ঝাপের পর নিজে গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রকে দেখতে গেলেন।' উল্লেখ্য, শাহেনশা নিজেও জুহুর বাসিন্দা।

অনেকেই হয়তো জানেন না, ফিল্মি কেরিয়ারে যখনই কোনও পরামর্শের প্রয়োজন হয়েছে, অমিতাভ নিজে ধর্মেন্দ্রর কাছে ছুটে গিয়েছেন। কারণ বয়স এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার প্রেক্ষিতে 'বীরু' তাঁর থেকে বড়। অমিতাভ নিজেই এক অতীত সাক্ষাৎকারে সেকথা জানিয়েছিলেন। বিগ বি জানিয়েছিলেন, "আমরা আমাদের বন্ধুত্ব উপভোগ না করলে একসঙ্গে কাজ করতে পারতাম না। আর ধর্মেন্দ্র আমার খুব ভালো বন্ধু। প্রায়শই তার কাছে পরামর্শ নিতে যাই আমি। কারণ ইন্ডাস্ট্রিতে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যেটা কীভাবে মোকাবেলা করতে হবে, সেটা বুঝতে পারি না। ধর্মেন্দ্রকে জিজ্ঞেস করলে ও আমাকে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।" উল্লেখ্য, গত সোমবার রাতে ধর্মেন্দ্রকে দেখতে শাহরুখ-সলমন, গোবিন্দা-সহ আরও অনেকেই হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু অমিতাভ বচ্চনকে তখন দেখা যায়নি। তবে বন্ধু বাড়ি ফিরতেই তাঁকে দেখতে ছুটে গেলেন শাহেনশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র।
  • খবর পেয়েই নিজে গাড়ি চালিয়ে বন্ধুকে দেখতে ছুটলেন অমিতাভ বচ্চন।
  • ধর্মেন্দ্রর বাংলোয় প্রবেশ করার সময়ে চালকের আসনে আবেগপ্রবণ বিগ বি'কে ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা।
Advertisement