সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দা চলছিল কিং খানের। হিটের খরা মেনে নিতে পারছিলেন না শাহরুখ-ভক্তরাও। অবশেষে ২০২৩ সালে সেই খরা কাটিয়ে ফের স্বমহিমায় ফেরেন তিনি। 'পাঠান', 'জওয়ান'-এর মত ছবি উপহার দিয়ে রুপোলি পর্দায় দাপুটে কামব্যাক বাদশার। আর এই খারাপ সময় নাকি তিনি কাটিয়ে উঠেছিলেন মাত্র একটি বাস্তু টিপসেই! কী সেই টিপস, যার জন্য শাহরুখের ভাগ্যচক্র ঘুরল?
জানা যাচ্ছে, শাহরুখকে সেই বাস্তু টিপস দিয়েছিলেন আরেক সেলিব্রিটি আনন্দ পণ্ডিত। তিনি প্রযোজক, রিয়েল এস্টেট ব্যবসায়ী। ২০২৩ সালে আনন্দ পণ্ডিতের ৬০ তম জন্মদিনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন শাহরুখ। সেখানেই অভিনেতা জানিয়েছিলেন, তাঁর জীবনে আনন্দ পণ্ডিতের ঠিক কতখানি গুরুত্ব। তিনিই নাকি কিং খানের 'স্পিরিচুয়াল গুরু'। জীবনের যে কোনও কঠিন সময়ে বিশেষ করে যদি কোনও ছবি ভালো ব্যবসা না করতে পারে, তাহলে বাদশার একমাত্র ভরসা আনন্দ পণ্ডিত। ছবির মন্দা বাজারে তিনিই বলে দেন, শাহরুখের বাড়ির কোন জিনিসটা কোথায় সরানোর দরকার বা কী মেনে চলা উচিত।
শাহরুখ খান ও আনন্দ পণ্ডিত , ছবি: ইনস্টাগ্রাম
এমনই এক ছবি ভালো ব্যবসা না করতে পারলে সেই আনন্দ পণ্ডিতেরই শরণাপন্ন হন শাহরুখ। তাঁকে জানান, "আমার এখনও অবধি শেষ মুক্তি পাওয়া ছবির ফলাফল ভালো না। ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি। কিছু একটা করুন পণ্ডিতজি।" আনন্দ পণ্ডিত সঙ্গে সঙ্গে শাহরুখের বাড়ির একটি আয়নার স্থান পরিবর্তন করার পরামর্শ দেন। ব্যস! সেই পরামর্শেই ভাগ্যের চাকা ঘুরে যায় বাদশার। এই একটি মাত্র বাস্তু টিপস মেনেই ফের স্বমহিমায় ফেরেন শাহরুখ।
এনিয়ে আনন্দ পণ্ডিত জানিয়েছেন, "আমার ও শাহরুখের পরিচয় হওয়ার পর যখন আমাদের মধ্যে বন্ধুত্ব হয় আমি ঠিক তখন থেকেই তাঁকে এই বাস্তু বিষয়ে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এসেছি। এবং যা যা বলেছি, তাতে শাহরুখের জীবনে ভালো কিছুই হয়েছে। ও ভীষণ ভালো একজন মানুষ। ওঁর মতো মানুষ হয় না।" আসলে আমজনতা থেকে বড় সেলিব্রিটি - ভালোমন্দ জীবনে আসবে, যাবে। দুঃসময়ের মোকাবিলা করে জীবনে নিজের চেনা ছন্দে ফেরত আসাটাই বড় বিষয়।
