shono
Advertisement
Anil Kapoor

'১ সপ্তাহ বাদে ঘুম ভাঙল!', দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে ট্রোলড অনিল কাপুর

নেটপাড়ায় কটাক্ষের শিকার অনিল কাপুর।
Published By: Sandipta BhanjaPosted: 01:57 PM May 16, 2025Updated: 02:11 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে উচ্চবাচ্চ্য নেই কেন? প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলিউডের খান সাম্রাজ্যকে। সদ্য নিজের ছবি 'সিতারে জমিন পর'-এর ট্রেলার প্রকাশ্যে নিয়ে আসার ঠিক একদিন আগেই মোদিস্তুতি করতে দেখা গিয়েছে আমির খানকে। যার জেরে 'স্বার্থপর' বলে কটাক্ষও শুনতে হয়েছে মিস্টার পারফেকশনিস্টকে। এদিকে শাহরুখ-সলমনরা পহেলগাঁও সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠলেও অপারেশন সিঁদুর নিয়ে কতিপয় শব্দ পর্যন্ত খরচ করেননি। ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে স্বাভাবিকভাবেই আমজনতার রোষানলে পড়তে হয়েছে তাঁদের। এসবের মাঝেই ভারতের প্রত্যাঘাত নিয়ে দেরিতে সেনাজওয়ানের জয়গান গাওয়ায় এবার জোর সমালোচনার মুখে পড়তে হল অনিল কাপুরকে (Anil Kapoor)।

Advertisement

পহেলগাঁও সন্ত্রাসের জবাবে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের এমন যোগ্য জবাবে খুশি ভারতীয় বিনোদুনিয়ার তারকাদের একাংশ। বলিউড তো বটেই, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তরফেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে সেই কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে শুধু একাংশের তরফে। বেশ ক'জন তাবড় তারকারা সংশ্লিষ্ট ইস্যুতে কেন মুখে কুলুপ এঁটেছেন? প্রশ্নে সরগরম নেটপাড়া। এমন আবহেই অনিল কাপুর (Anil Kapoor) ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'যা করার দরকার ছিল, সেটা করে দেখানো হয়েছে।' সেই পোস্টেই নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া 'বিভাজন নীতি'কে বিঁধে অনিল লেখেন, 'কোন পরিবারে মতভেদ থাকে না? কিন্তু যখন দেশের কথা প্রথমে আসে তখন আমরা সকলে ঐক্যবদ্ধ। সবসময়ে ছিলাম। ভবিষ্যতেও থাকব। যে বীরত্বের সঙ্গে লড়েছে আমাদের সেনাবাহিনীর, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভারত ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ।' এইন পোস্টেই পরই অনিলকে কটাক্ষ করা শুরু হয়।

দেরি করে পোস্ট করার বিষয়টি নেটিজেনদের একাংশ মোটেই ভালো চোখে দেখেননি। তাঁদের কথায়, 'এক সপ্তাহ বাদে গিয়ে ঘুম ভাঙল নাকি আপনার?' আবার কারও কটাক্ষ, 'এই দেখো অবশেষে বলিউডের ভোর হল। লাইন দিয়ে সকলে পোস্ট করছে এখন।' কেউ বা আবার ব্যঙ্গ করে লিখলেন, 'খুব তাড়়াতাড়ি মনে পড়েছে আপনার অপারেশন সিঁদুরের কথা।' এহেন নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে অনিল কাপুরের পোস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের প্রত্যাঘাত নিয়ে দেরিতে সেনাজওয়ানের জয়গান গাওয়ায় এবার জোর সমালোচনার মুখে পড়তে হল অনিল কাপুরকে
  • দেরি করে পোস্ট করার বিষয়টি নেটিজেনদের একাংশ মোটেই ভালো চোখে দেখেননি।
  • তাঁদের কথায়, 'এক সপ্তাহ বাদে গিয়ে ঘুম ভাঙল নাকি আপনার?'
Advertisement