তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ আসমুদ্রহিমাচল। সেই অরিজিৎ সিং আর ছায়াছবির জন্য গান গাইবেন না! মঙ্গলবাসরীয় সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে এমনই ঘোষণা গায়কের! এ যেন বিনা মেঘে বজ্রপাত। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গেই ঘোষণা করছি যে, এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। আমি এটা থেকে সরে আসছি। যাত্রাটা ছিল সুন্দর।'
সেই সঙ্গেই তিনি আরও লিখেছেন, 'ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয় ছিলেন। আমি ভালো সঙ্গীতের একজন ভক্ত এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও শিখব ও আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। আমার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে, সেগুলো শেষ করব। তাই এই বছর আপনারা কিছু নতুন গান পেতে পারেন। এটা স্পষ্ট করে বলতে চাই যে আমি গান তৈরি করা বন্ধ করব না।'
গায়ক এও স্পষ্ট করে দিয়েছেন, তিনি ছবিতে গান গাইবেন না। কিন্তু তাঁর মিউজিক্যাল কেরিয়ার থমকাচ্ছে না। অর্থাৎ অন্যত্র সঙ্গীতচর্চা যেমন করছেন করবেন। যা নিয়ে জল্পনা, তাহলে কি অন্য কোনওভাবে খুব বড় কিছু করতে চলেছেন অরিজিৎ?
স্বাভাবিক ভাবেই এমন ঘোষণা মনখারাপ অনুরাগীদের। অকস্মাৎ এমন ঘোষণা অনেকেরই বিশ্বাস হচ্ছে না। আদৌ কি গায়ক এমন ঘোষণা করলেন, সন্দেহ প্রকাশ অনেকেরই। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল জন্ম অরিজিতের। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। গত বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।
২০০৫ সালে 'ফেম গুরুকুল'-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজর কাড়েন অরিজিৎ। যদিও তিনি সেই প্রতিযোগিতায় জিততে পারেননি। কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে পথটা সহজ ছিল না। 'মার্ডার ২' ছবিতে গাওয়া তাঁর 'ফির মহব্বত' গানটিই ছিল বলিউডে প্রথম গান। বাকিটা ইতিহাস। ক্রমে বলিউডের মেল প্লেব্যাক ও অরিজিৎ প্রায় সমার্থক হয়ে উঠেছে।
২০০৫ সালে 'ফেম গুরুকুল'-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজর কাড়েন অরিজিৎ। যদিও তিনি সেই প্রতিযোগিতায় জিততে পারেননি। কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে পথটা সহজ ছিল না।
অরিজিতের বয়স মাত্র ৩৮। এখনও চল্লিশই পেরোননি। সকলেই নিঃসংশয় ছিলেন সামনে পড়ে রয়েছে বিস্তীর্ণ সোনালি পথ। কিন্তু আচমকাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন তিনি। সকলকে অবাক করে দিয়ে। কিন্তু সেই সঙ্গেই গায়ক এও স্পষ্ট করে দিয়েছেন, তিনি ছবিতে গান গাইবেন না। কিন্তু তাঁর মিউজিক্যাল কেরিয়ার থমকাচ্ছে না। অর্থাৎ অন্যত্র সঙ্গীতচর্চা যেমন করছেন করবেন। যা নিয়ে জল্পনা, তাহলে কি অন্য কোনওভাবে খুব বড় কিছু করতে চলেছেন অরিজিৎ? উত্তরের খানিকটা যেন সময়ের গর্ভেই লুকিয়ে। তাঁর অসংখ্য অজস্র অনুরাগীদের মনখারাপের সময়ে সেই প্রশ্নের চেয়েও জরুরি হয়ে উঠছে প্লেব্যাক থেকে আচমকাই তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।
