shono
Advertisement
Arijit Singh

'হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গিয়েছিল', অরিজিতের প্লে-ব্যাক বিদায়ে স্তম্ভিত লগ্নজিতা, কী প্রতিক্রিয়া ইমনের?

অরিজিৎ সিংয়ের আচমকা ঘোষণায় আমজনতা থেকে সঙ্গীতশিল্পী - স্তম্ভিত প্রায় সকলেই।
Published By: Sayani SenPosted: 09:41 PM Jan 27, 2026Updated: 10:50 PM Jan 27, 2026

হৃদয়ভাঙা হোক কিংবা মাখো মাখো প্রেম - জীবনের যেকোনও পর্যায়ে তাঁর গানই সঙ্গী। তাঁর গানের জাদুতে কেঁপে ওঠে হৃদয়। সেই অরিজিৎ সিংই কিনা প্লে-ব্যাক থেকে বিদায় নিচ্ছেন। আচমকা এই ঘোষণা যেন বিনা মেঘে বজ্রপাতের সমান। অরিজিতের অকস্মাৎ সিদ্ধান্তে আমজনতা থেকে সঙ্গীতশিল্পী - স্তম্ভিত প্রায় সকলেই। অরিজিতের পোস্ট দেখে এক মুহূর্তের জন্য আঁতকে উঠেছেন লগ্নজিতা চক্রবর্তী। তবে অরিজিতের স্বাধীনভাবে কাজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইমন। 

Advertisement

অরিজিতের সোশাল মিডিয়া পোস্ট দেখে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, "পোস্ট দেখে একমুহূর্তের জন্য হৃদয় বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবার পোস্টটি পড়ে সম্বিত ফিরে পাই। উনি নিজেই লিখেছেন আর প্লেব্যাক করবেন না। হয়তো সিনেমায় আর গান শুনতে পাব না। অরিজিৎ সিনের ফ্যান হিসাবে আমি নিশ্চিত নন ফিল্ম সেক্টরে ওঁর দারুণ বিচরণ দেখতে পাব। সেটা দেখার জন্য আবার নতুন করে আগ্রহী। সিনেমায় হয়তো শুনতে পাব না। কিন্তু অরিজিৎ সিংয়ের গান এখনও বহু বছর শুনতে চাই।"

অরিজিতের সিদ্ধান্তে অবশ্য অবাক হননি ইমন চক্রবর্তী। বরং তিনি অরিজিৎকে নতুন ভূমিকায় দেখতে বিশেষ আগ্রহী। ইমনের কথায়, "এটা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারতীয় বিনোদুনিয়ায় দারুণ কিছু গান উপহার দিয়েছেন। এই সিদ্ধান্তে খুব অবাক হইনি। কারণ, সঙ্গীত তো শুধু প্লেব্যাক নয়। এর চেয়ে আরও ভালো কিছু হয়তো ওঁর করার আছে। সাধুবাদ জানাই এই সিদ্ধান্তে। যাঁরা স্বাধীনভাবে সঙ্গীত নিয়ে কাজ করেন, তাঁদের হয়তো সাহস আরও বাড়বে। মনের জোর বাড়বে।" সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা অবশ্য এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, "অরিজিৎ সিংয়ের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।" কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ, তা স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এমন ঘোষণায় মনখারাপ অনুরাগীদের। অকস্মাৎ এমন ঘোষণা অনেকেরই বিশ্বাস হচ্ছে না। আদৌ কি গায়ক এমন ঘোষণা সত্যিই করলেন, সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement