সেলেবদের শখযাপন নিয়ে চর্চা নতুন নয়! কেউ বহুমূল্য পোষ্য রাখেন। কারও বা সংগ্রহে লক্ষ টাকার অন্তর্বাস থাকে। অনেকে আবার শখের তাড়নায় কোটি কোটি গ্যাঁটের কড়ি খরচ করেন। কিন্তু এবার ব়্যাপার বাদশা (Rapper Badshah) নিজের জীবনের যে গল্প শোনালেন, তাতে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি টাকা খরচ করে ফেলেছিলেন কিন্তু মাত্র পনেরো মিনিটেই সমস্ত উত্তেজনা শেষ! সেই সিদ্ধান্তের জেরেই এখনও কপাল চাপড়াতে হয় বাদশাকে।
ঠিক কী করেছিলেন বলিউডের জনপ্রিয় ব়্যাপার? সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, মাসখানেক আগে ১২.৪৫ কোটি টাকা খরচ করে রোলস রয়েস কুলিনান সিরিজ ২-এর মতো বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। যে বহুমূল্য গাড়ির জন্য মুকেশ আম্বানি-সহ সেলেব পাড়ার প্রথমসারির তারকাদের তালিকায় নাম লেখান বাদশা। যে 'লিস্টি'তে শাহরুখ খান, অজয় দেবগনদের মতো বিশিষ্ট ক'জন তারকা রয়েছেন। খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বাদশার 'শাহী চালে' শোরগোল পড়ে যায় বিটাউনে। কিন্তু এত দাম দিয়ে গাড়ি কেনার খেসারতও অবশ্য দিতে হয় তাঁকে! কীরকম?
রোলস রয়েস গাড়ির সঙ্গে বাদশা। ছবি- ইনস্টাগ্রাম
বাদশার মন্তব্য, "ওই গাড়িটা কেনা একেবারেই হঠকারী সিদ্ধান্ত ছিল। আজই কিনতে হবে বলে বেরিয়ে পড়েছিলাম আসলে। সেসময়ে ঝোঁকের বশে তাড়াহুড়ো করে কিনে তো ফেলেছিলাম। যদিও গাড়িটা কেনার পর নিজেকে রাজা-রাজা মনে হচ্ছিল। কী ভালো একটা গাড়ি। কিন্তু রয়েস কুলিনান সিরিজ ২-এর মালিক হওয়ার মাত্র দশ-পনোরো মিনিটের মধ্যেই যাবতীয় উত্তেজনা কেমন যেন থিতিয়ে গেল!" কিন্তু কেন? বাদশার কথায়, 'এই শখ পূরণ হওয়ার পর কী কিনব? সেটাই মাথায় এসেছিল।' সাড়ে ১২ কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সেই আপসোস আজও ভুলতে পারেননি বাদশা। আসলে বহুমূল্য জিনিসের প্রতি বরাবরই ঝোঁক রয়েছে ব়্যাপারের। তিনি নিজেই জানিয়েছেন, দামি জিনিস দেখলেই নিজেকে সামলাতে পারেন না! এমনকী জিনিস কেনার আগেও ট্যাগ যাচাই করে দেখেন। বাদশার এহেন 'আমিরি চালে'র খবর অবশ্য মাঝেমধ্যেই চর্চার শিরোনামে ঠাঁই পায়।
