shono
Advertisement
Akshay Kumar-Karisma Kapoor

'রোজ আলাদা ফ্ল্যাটে রাত কাটায় করিশ্মা', বিস্ফোরক অক্ষয়, দিদির 'অপমানে' মোক্ষম জবাব করিনার!

Kareena Kapoor: এককালের সহ-অভিনেতার সম্পত্তির পরিমাণ ফাঁস করে পালটা জবাব ছুড়লেন করিশ্মাও!
Published By: Sandipta BhanjaPosted: 06:24 PM Jan 27, 2026Updated: 07:01 PM Jan 27, 2026

নব্বইয়ের দশকে রোম্যান্টিক জুটি হিসেবে সাড়া ফেলেছিলেন অক্ষয়-করিশ্মা। 'সুহাগ', 'জানওয়ার', 'এক রিস্তা', 'দেদার', 'সপুত', 'মেরে জীবন সাথী' থেকে 'হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া'র মতো একাধিক সিনেমায় করিশ্মা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। সেই সুবাদেই কাপুর পরিবারের দুই কন্যার সঙ্গে দারুণ বন্ধুত্ব খিলাড়ির। তবে রসিকতাচ্ছলেই এবার মাত্রাজ্ঞান হারালেন অভিনেতা! অক্ষয়ের মন্তব্য, 'রোজ আলাদা ফ্ল্যাটে রাত কাটায় করিশ্মা...!' আর প্রকাশ্যেই দিদির এহেন 'অপমানে' সিনেইন্ডাস্ট্রির অগ্রজ তারকাকে ছেড়ে কথা বললেন না বোন বেবো। পালটা মোক্ষম জবাব কষালেন খিলাড়ির মুখের উপর!

Advertisement

ঠিক কী ঘটেছে? সম্প্রতি অক্ষয় কুমার সঞ্চালিত টেলিভিশন গেম শো 'হুইল অফ ফরচুন'-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন করিশ্মা। সেখানেই খেলার ফাঁকে সিনেপাড়ার যাবতীয় বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলেন দুই তারকা। এমন সময়েই অক্ষয় বলে ওঠেন, "করিশ্মা তো পুরো বান্দ্রার মালকিন। ও রোজ আলাদা ফ্ল্যাটে রাত কাটায়।" আদৌ কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেন খিলাড়ি? অভিনেতার পুরো মন্তব্যেই সেটা স্পষ্ট। অক্ষয় বলেন, "বান্দ্রার প্রতিটা বিল্ডিংয়েই কাপুরদের একটি করে ফ্ল্যাট রয়েছে। প্রায় সব আবাসনের সামনেই বোর্ডে লেখা থাকে 'কে কাপুর'। কিন্তু ওরা কখনও পুরো নাম লেখে না! ওদের মা ববিতা কাপুরের ফ্ল্যাটের নেমপ্লেটেও 'বি কাপুর' লেখা আছে। একবার আমি ওদের জিজ্ঞেস করেছিলাম, 'আপনারা এত ফ্ল্যাট কিনছেন কেন?' উত্তরে কাপুররা আমাকে জানান, ওঁরা এবার বান্দ্রা ছাড়িয়ে সান্তাক্রুজ, এমনকী খর এলাকা পর্যন্ত সম্পত্তি বাড়াতে চান। কিন্তু এত সৎ মানুষ আমি জীবনেও দেখিনি। কারণ প্রত্যেকটা আবাসনে ওঁরা একটি মাত্র ফ্ল্যাটই কেনেন। বাকিগুলো অন্য লোকদের জন্য ছেড়ে দেন। এভাবেই করিশ্মা রোজ রাতে একেকটা ফ্ল্যাটে থাকে।" অক্ষয়ের এহেন রসিকতায় ছেড়ে কথা বলেননি করিশ্মাও।

এককালের সহ-অভিনেতার সম্পত্তির পরিমাণ ফাঁস করে লোলোর মন্তব্য, "যা ইচ্ছে তাই বলে যায়! আপনারা জানেন যে, জুহুর পুরো এলাকাটাই অক্ষয়ের মালিকানাধীন?" এই একই কথা একবার করিনাকেও বলেছিলেন খিলাড়ি। বলেন, "দুই বোন ইন্ডাস্ট্রিতে কতদিন কাজ করছে, এদের বান্দ্রার প্রতিটা বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে। তোমরা তো সব ফ্ল্যাট থেকে ভাড়া পাও না?" পালটা বেবোও ঝাঁজিয়ে অক্ষয়কে উত্তর দেন- "মুখে যা আসে, তাই বলে!" যদিও পুরো বিষয়টা রসিকতাচ্ছলেই করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement