অভিনেত্রী শিল্পা শেট্টির ‘আম্মাকাই’ রেস্তরাঁ ঘিরে শুরু থেকেই ঘনিয়েছে বিতর্ক। এবার নতুন করে চর্চায় শিল্পার রেস্তরাঁ। সাধারণতন্ত্র দিবসে বিনামূল্যে প্রাতঃরাশের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এরপরই সোমবার সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে রেস্তরাঁর বাইরে। যাকে ঘিরে কটাক্ষের বন্যা সোশাল মিডিয়ায়। তবে কটাক্ষের শিকার মূলত ইউজাররাই।
বলা ছিল, 'আগে এলে আগে পাওয়া যাবে' পদ্ধতিতে খাবার বণ্টন করা হবে। আর তাই সকাল সাতটা থেকেই লাইন পড়তে শুরু করে বান্দ্রার ওই রেস্তরাঁয়। ক্রমে সেই লাইন অজগরের মতো দীর্ঘ হতে থাকে। সুযোগ পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে দেখা যায় অনেককে। এই ঘটনায় নিন্দা ও প্রশংসা দুই-ই হয়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই এই ধরনের প্রচারকৌশলের নেপথ্যে শিল্পার সুকৌশলী ব্যবসায়িক বুদ্ধির সন্ধান পেয়ে আপ্লুত। আবার একে 'ফ্রিবি মাইন্ডসেট' তথা 'মুফতের জন্য পাগল' বলেও খোঁচা মেরেছেন অনেকে।
এক নেটিজেন লিখেছেন, '৩ কোটি টাকার ফ্ল্যাটে থাকা লোকজনও এক প্লেট খাবাররে জন্য আত্মসম্মান বিসর্জন দিতে দেখছি। আমরা নিজেরাই লাইন দিয়ে প্রমাণ করে দিয়েছি বিনামূল্যের সংস্কৃতি কেন এত জনপ্রিয়!' আরেকজনের খোঁচা, 'বিনামূল্যে দেওয়ার জন্য সরকারকে বলা হয়। কিন্তু আমরা নিজেরাও সমান দায়ী।'
এমনিতে রাজ-শিল্পার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! পর্নকাণ্ডের পর ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা। লুক নোটিস জারি হওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে তারকাদম্পতির বিদেশ ট্যুরও। সম্প্রতি সাধের রেস্তরাঁ বাস্তিয়ানের জন্যেও আইনি গেরোয় পড়তে হয়েছে অভিনেত্রীকে। আবার আম্মাকাই নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে।
আগেই শোনা গিয়েছিল, বলা হয়েছিল, বান্দ্রাতেই এবার মায়ের হাতের সেরা দক্ষিণী খাবার পরিবেশন করবে টিম ‘আম্মাকাই’। যদিও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু অবশেষে ডিসেম্বরের শেষদিকে সেটির দরজা খুলে দেওয়া হয়। শুরুর আগে 'নাটকীয় প্রচার ভিডিও' প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক ঘনায়। সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় শিল্পাকে। 'এই রেস্তরাঁও কি অন্যের টাকা আত্মসাৎ করে খুললেন?’ প্রশ্ন তুলেছিন কোনও কোনও নেটিজেন।
