shono
Advertisement
Web Series

বিবাহ পরবর্তী বিড়ম্বনায় জেরবার গৌরব-অরুণিমা, পরিণতি কী?

শেষ অবধি কি টিকে যাবে তাঁদের দুজনের বিয়ে?
Published By: Arani BhattacharyaPosted: 12:23 PM Jul 12, 2025Updated: 05:49 PM Jul 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বর্ষায় বিয়ের সানাই বাজলো। ভাবছেন কার বিয়ের সানাই? না রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে অর্থাৎ পর্দায় বিয়ের সানাই বাজছে। আর সেই বিয়ের পরই যত গণ্ডগোলের সূত্রপাত। স্বামী-স্ত্রীর সম্পর্ক যত না তেঁতো পরিবারের গুরুজনেরা তা আরও জটিল করে দিচ্ছেন। তবে সবটাই এক্কেবারে হাসির মোড়কে। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ফ্রাইডে ওয়েব প্ল্যাটফর্মের কমেডি ঘরানার নতুন সিরিজ 'বিবাহ অতঃপর' সেই গল্পই বলবে। সম্প্রতি প্রকাশ্যে এল এই সিরিজের ট্রেলার।

Advertisement

ছবি: সংগৃহীত

সিরিজের ট্রেলার জুড়ে শুধুই বিবাহ পরবর্তী ডামাডোল। আর তা সামলাতে গিয়ে নাজেহাল নবদম্পতি রাই আর ঋজু। এই দম্পতির চরিত্রেই অভিনয় করছেন অরুণিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। ভালোবাসার সূত্রপাত, তারপর বিয়ে অবশেষে পরিণতি পায় সম্পর্ক। কিন্তু হঠাৎই তাঁদের বিয়ে ভাঙার উপক্রম হয়। কিন্তু না, তা তাঁদের সমস্যার কারণে নয় বরং দুই পরিবারের মধ্যে অমিল থাকার জন্যই নাকি ডিভোর্সের ঘটনা গড়ায় আদালতের কাঠগড়া পর্যন্ত। দাশগুপ্ত ও মুখার্জি পরিবারের মধ্যে বেঁধে যায় সমস্যা। 

ছবি: সংগৃহীত

সিরিজে ঋজু চরিত্রটি বেড়ে উঠেছে এক অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে। অন্যদিকে রাই এক বিত্তশালী পরবারের আদুরে মেয়ে। কিন্তু দু'জনের বিয়ের পর থেকেই দুই পরিবারে এমন ঝামেলা বেঁধে তাঁদের বিয়ে ভাঙার মতো সমস্যার সমাধান কি হবে? নাকি সেই সমস্যা অতিক্রম করে এসে টিকে যাবে তাঁদের দুজনের বিয়ে? সেসব যদিও জানা যাবে সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় ২৫ জুলাই 'বিবাহ অতঃপর' সিরিজ মুক্তির পর। শুধু তাই নয় গৌরব ও অরুণিমা এই প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তাঁদের রসায়ন দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামী-স্ত্রীর সম্পর্ক যত না তেঁতো পরিবারের গুরুজনেরা তা আরও জটিল করে দিচ্ছেন। তবে সবটাই এক্কেবারে হাসির মোড়কে।
  • ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ফ্রাইডে ওয়েব প্ল্যাটফর্মের কমেডি ঘরানার নতুন সিরিজ 'বিবাহ অতঃপর' সেই গল্পই বলবে। সম্প্রতি প্রকাশ্যে এল এই সিরিজের ট্রেলার।
  • গৌরব ও অরুণিমা এই প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তাঁদের রসায়ন দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক।
Advertisement