shono
Advertisement
Mohammed Siraj Zanai Bhosle

আশা ভোঁসলের নাতনির প্রেমে মজলেন সিরাজ! ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

ফের রুপোলি পর্দার নায়িকার সঙ্গে বাইশ গজের তারকার প্রেম?
Published By: Sandipta BhanjaPosted: 02:07 PM Jan 25, 2025Updated: 02:07 PM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াদুনিয়ার সঙ্গে রুপোলি পর্দার তারকাদের প্রেমকাহন নতুন নয়। সে ক্রিকেট হোক, হকি কিংবা ফুটবল! এহেন তারকাজুটিদের রসায়ন বারবার চর্চার শিরোনামে এসেছে। বাইশ গজের সঙ্গে বিনোদনজগতের তারকাদের মধুর দাম্পত্যের প্রকৃত উদাহরণের তালিকায় শর্মিলা-মনসুর আলি খান পতৌদির প্রেম, বিরাট-অনুষ্কা থেকে শুরু করে হরভজন-গীতা বসরা, কেএল রাহুল-আথিয়া শেট্টি-সহ আরও অনেকেই রয়েছেন। সেই তালিকাতেই সম্ভবত নবতম সংযোজন আশা ভোঁসলের (Asha Bhosle) নাতনি জানাই ভোঁসলে (Zanai Bhosle)। জন্মদিনের পার্টিতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি দেখেই জল্পনার পালে আরও হাওয়া লেগেছে।

Advertisement

সদ্য তেইশে পা রেখেছেন জানাই। পরিচালক সন্দীপ সিংয়ের 'দ্য প্রাইড অফ ভারত- ছত্রপতি শিবাজি মহারাজ' ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আশা ভোঁসলের নাতনি। চলতি বছরেই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। জানাই ভোঁসলের জন্মদিন উপলক্ষে জমজমাট এক বার্থডে পার্টির আয়োজন হয়েছিল। বলিউডের অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই তারকাখচিত সেই পার্টির বেশ কিচু ছবি আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। আর সেখানেই জ্বলজ্বল করছে জানাই ভোঁসলের সঙ্গে ক্রিকেটার মহম্মদ সিরাজের ছবি। একে-অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন। যুগলের রসায়ন আর প্রেমমাখা চাহনি দেখে দুয়ে দুয়ে চার করতে অসুবিধে হয়নি টিনসেল টাউনের। অতঃপর আশার নাতনির সঙ্গে বাইশ গজের তারকার প্রেমের গুঞ্জন দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে জানাই ভোঁসলের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ, শ্রদ্ধা কাপুর, আয়েশা খান-সহ বলিপাড়ার আরও অনেকেই। আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হন মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশরা। প্রত্যেকের সঙ্গেই ছবি তুলেছেন বার্থডে গার্ল। তবে নেটপাড়ার নজরে পড়ল সিরাজের সঙ্গে জানাইয়ের রসায়ন। বেশ কদিন ধরেই ক্রিকেটারের সঙ্গে নাকি মায়ানগরীর ইতি-উতি দেখাও গিয়েছে জানাই ভোঁসলেকে। সিরাজ অনুরাগীদের অনেকে তো আবার আগাম আশা ভোঁসলের নাতনিকে 'বউদি' বলেও সম্বোধন করে বসলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্দীপ সিংয়ের ছত্রপতির স্ত্রী রানি সাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আশা ভোঁসলের নাতনি।
  • জন্মদিনের পার্টিতে মহম্মদ সিরাজের সঙ্গে জানাই ভোণসলের ঘনিষ্ঠ ছবি দেখেই জল্পনার পালে আরও হাওয়া লেগেছে।
  • যুগলের রসায়ন আর প্রেমমাখা চাহনি দেখে দুয়ে দুয়ে চার করতে অসুবিধে হয়নি টিনসেল টাউনের।
Advertisement