সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সাইয়ারা' ছবির পর থেকেই দর্শকের মনে তাঁর এক আলাদা জায়গা তৈরি হয়েছে। তিনি নবাগত অভিনেতা অহন পাণ্ডে। তবে শুধু প্রথম ছবির পর থেকে যে তিনি একাই চর্চায় এসেছেন তা নয়। একইসঙ্গে তাঁর সহ-অভিনেত্রী অনীত পাড্ডার সঙ্গে তাঁকে নিয়ে চর্চাও জোরাল হয়েছে। শোনা যাচ্ছে, তাঁরা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও তা নিয়ে কোনওভাবেই মুখ খোলেননি তাঁরা। এবার অহনের জন্মদিনে অনীতের পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। আদুরে পোস্টে এদিন অহনকে (Ahan Panday) শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্ট থেকেই সকলের মনে হয়েছে তাহলে কি অহনের জন্মদিনেই ইঙ্গিতবাহী পোস্টে সম্পর্কে সিলমোহর দিলেন অনীত? কী লিখলেন তিনি?
অহনের অদেখা কিছু ছবি ও ভিডিও পোস্ট করে দীর্ঘ ক্যাপশনে অনীত ভালোবাসার কথা বুঝিয়েছেন আকারে-ইঙ্গিতে। অহনের হাসি, অহনের সঙ্গে কাটানো মুহূর্ত যে তাঁর জীবনে অনেক পরিবর্তন এনেছে সে কথাই বলেছেন অনীত। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে নবাগতা অভিনেত্রীর মা-বাবাও যে অহনের উপর অনেকটা ভরসা করতে শুরু করেছেন সেকথাও এই পোস্টে খোলসা করেছেন অভিনেত্রী। পোস্টের শেষের দিকে লিখেছেন অহনের জন্য অভিনেত্রী অনীত বড্ড গর্ববোধ করেন।
তবে এখানেই শেষ নয়, এদিন ভাই অহনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দিদি অনন্যা পাণ্ডে। ভাইয়ের ফিল্মি কেরিয়ারের প্রথম ছবির সাফল্যকে সেলিব্রেট করা থেকে তার সঙ্গে সমস্ত পরিস্থিতিতে থাকা, সবটাই অনন্যা করেছেন বরাবর। এবার ভাই অহনের জন্মদিনে তাঁকে স্নেহভরা শুভেচ্ছা জানালেন অনন্যা। কী লিখলেন অভিনেত্রী সেই পোস্টে? অহনের ছেলেবেলার একটি ভিডিও পোস্ট করেছেন এদিন অনন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। ভাই অহন পাণ্ডেকে ট্যাগ করে অনন্যা তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন। তুমিই আমার জীবনের আলো। আমার হৃদয় সবসময় তোমার জন্য খুশিতে ভরে যায়। তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ।' এদিন অহনের মা ডায়না পাণ্ডেও ছেলেকে স্নেহভরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৫ সালে বিনোদুনিয়ায় পা রাখেন অহন। প্রথম ছবিতেই দর্শকের মন জিতে নিয়েছেন তিনি। যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ গত ১৮ জুলাই মুক্তি পায় বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে বাজিমাত করেছে নবাগত জুটি অহন ও অনীত। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তাঁরা। ছবির প্রশংসা করেছেন আমির খান-সহ আরও অনেকেই। ভারতীয় চলচ্চিত্র জগতে যেন ইতিহাস তৈরি করেছে এই ছবি।
