সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের পুজোর সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার। প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর জীবনে নতুন মানুষ আসার কথা। তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় মধুমিতা ও দেবমাল্য দু'জনের নানা মিষ্টি মুহূর্ত। মধুমিতা-দেবমাল্যর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। দ্বিতীয়বার যে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তা আগে নিশ্চিত করলেও সঠিক দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি কিছুই। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে নতুন বছরে ২৩ জানুয়ারিই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা। আদৌ এই খবর সঠিক কিনা তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে।
বিয়ের পরিকল্পনা নিয়ে এদিন মধুমিতা বলেন, "আমরাও এমন অনেক কিছু শুনতে পারছি। আমার বিয়ের কোনও দিনক্ষণ এখনও সঠিকভাবে স্থির হয়নি। বেশ কয়েকটা দিন নিয়েই আলোচনা চলছে আমাদের দুই পরিবারেই। আমাদের কাজের শিডিউল বুঝে সবটা সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও অবধি ২৩ জানুয়ারি আর ৬ ফেব্রুয়ারি, এই দু'টো দিন ঠিক করা হয়েছে। ভেন্যু নিয়ে এখনও কোনও কিছু ঠিক হয়নি। এই দুই দিনে কোন ভেন্যু পাচ্ছি তাঁর উপর নির্ভর করছে পুরো বিষয়টা। তবে হ্যাঁ, যদি ২৩ জানুয়ারি বিয়ে করি তাহলে সেক্ষেত্রে ২৫ জানুয়ারি আমাদের রিসেপশন পার্টি শোভাবাজার রাজবাড়িতে হবে এটুকু বলতে পারি।"
এর আগে অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে সকলকে অবাক করে দিয়ে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। এদিকে প্রথম বিয়ে ভাঙার পর কেরিয়ারে মন দেন মধুমিতা। তবে কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা। অভিনেত্রীর পোস্ট থেকেই জানা যায়, অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। জানা যায়, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। আইটি সেক্টরে কর্মরত।
