সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পরিণীতা' ধারাবাহিকের 'রায়ান' দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় এক চরিত্র। এই চরিত্রের হাত ধরেই অভিনেতা উদয়প্রতাপ সিংকে মুখ্য চরিত্রে পেয়েছেন দর্শক। নিজের কাজ নিয়ে চর্চায় থাকা অভিনেতা গত কয়েক বছর আগেই গাঁটছড়া বেঁধেছেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে। এবার তাঁদের অভিনয়ের পাশাপাশি দাম্পত্যজীবন উঠে এসেছে চর্চায়। কিন্তু কেন?
এককথায় উদয় ও অনামিকার দাম্পত্যজীবন নিয়ে প্রশ্ন তুলছে দর্শকমহল। সম্প্রতি অভিনেতা-স্বামী উদয়ের সঙ্গে তোলা সব ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়েছেন অনামিকা। আর তা নিয়ে দর্শকের একাংশের মনে কৌতূহল জাগলে ও তাঁরা নানা প্রশ্ন তুললে তা নিয়ে বাংলা এক সংবাদমাধ্যমকে অনামিকা সাফ বলেছেন, "সোশাল মিডিয়াটা মূলত আমার কাজের জায়গা। ব্যক্তিগত জীবন তুলে ধরার জায়গা নয়। আর আমার তা করার কোনও ইচ্ছাই নেই। এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। আমি এই নিয়ে কাউকে কিছু বলতে চাই না। তাতে যে যা পারছে বলুক।"
অন্যদিকে উদয় বলেছেন, "বিনোদুনিয়ার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের সঙ্গেই কমবেশি এমনটা ঘটে। এটা এমন কিছু বিষয় নয়। আমার মনে হয় এটা যার যার সিদ্ধান্ত। এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আমরা একসঙ্গেই আছি। আলাদা হইনি। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি। আর এই আলোচনা আমাদের বিন্দুমাত্র বিচলিতও করে না।"
