সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিনসেল টাউনে দীর্ঘদিন ধরেই কৃতিকা কামরার সঙ্গে গৌরব কাপুরের প্রেমের গুঞ্জন। যদিও টেলিদুনিয়ার অভিনেত্রী এবং ক্রীড়া সঞ্চালক এব্যাপারে 'স্পিকটি নট'! কিন্তু প্রেমের খবর কি আর ধামা চাপা থাকে? মায়ানগরীর ইতি-উতি পাপারাজ্জিদের ক্যামেরায় একাধিকবার লেন্সবন্দি হয়েছেন যুগলে। সেখান থেকেই দাবানল গতিতে ছড়িয়ে পড়ে তাঁদের সম্পর্কের গুঞ্জন! এবার বুক ঠুকে গৌরবের সঙ্গে ছবি দিলেন কৃতিকা। যদিও সোজাসাপটা প্রেমের জল্পনায় সিলমোহর বসাননি, তবে তারকাযুগলের মাখোমাখো রসায়ন দেখে ঘনিষ্ঠ বন্ধুদের রসিক মন্তব্যই প্রেমের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করল।
২০০৯ সালে 'কিতনি মোহাব্বত হ্যায়' ধারাবাহিকে অভিনয়ের সময় সহ-অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে ছিলেন কৃতিকা কামরা। যদিও বছর দুয়েক বাদে সেই সম্পর্কে চিড় ধরার জেরে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীতে উদয় সিং গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ২০২১ সালে তাঁদের দূরত্ব বাড়ে। কানাঘুষো, তাঁরা নাকি গোপনে বাগদানও সেরে ফেলেছিলেন! যদিও সেই গুঞ্জন নস্যাৎ করে দেন তখন কৃতিকা। সেই ঘটনার বছর চারেক বাদে পঁচিশ সালের মাঝামাঝি শোনা যায়, ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে কৃতিকার মন বিনিময় হয়েছে। তবে এযাবৎকাল সেবিষয়ে কোনও মন্তব্য না করলেও বুধবার গৌরবের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেখানেই তাঁদের খুল্লমখুল্লা প্রেম-কড়চা দেখা গেল।
বলিউড মাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে নিউ ইয়র্কে ছুটি কাটাতে গিয়েছেন গৌরব কাপুর এবং কৃতিকা। আর সেই সূত্র ধরিয়ে দিল অভিনেত্রীর শেয়ার করা ফটো অ্যালবামের কফি কাপ। যেখানে লেখা- বাবি'স কাপ। ইংলিশ ব্রেকফাস্ট আর খুনসুটিতে যে সাতসকালে তারকাযুগলের প্রেম জমে ক্ষীর, এসব ছবিই সেকথা বলে দেয়। খেতে খেতে কখনও একে-অপরকে লেন্সবন্দি করলেন তো কখনও বা আবার টেবিলের তলায় ম্যাচিং জুতো পরে খুনসুটিতে মাতলেন। আর সেসব ছবি দেখেই বন্ধু অঙ্গদ বেদির ফোড়ন, 'এই তো ফাটা পোস্টার নিকলা হিরো!' কেউ বললেন, 'অবশেষে তাহলে সম্পর্কের কথা স্বীকার করলেন।' আবার নেটপাড়ার একাংশের কৌতূহল, 'বিয়েটা কবে?'
