সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মুখে হিট সংলাপ মানেই অনুরাগীদের হৃদয়ে ঝড়। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। কেবল এদেশ নয়, গোটা বিশ্বের বিনোদুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা। এবার দুবাইয়ে এক অনুষ্ঠানে তাঁর মুখে শোনা গেল তাঁরই সুপারহিট ছবি 'ওম শান্তি ওম'-এর জনপ্রিয় সংলাপ। সেই সংলাপ ও এসআরকে-র গ্র্যান্ড এন্ট্রি জমিয়ে দিল অনুষ্ঠান। আরও একবার যা স্পষ্ট করে দিল, শাহরুখ খান নামের 'ম্যাজিক' কতটা সুদূরপ্রসারী।
দুবাই এক্সিবিশন সেন্টারের ওই অনুষ্ঠানে উপস্থিত জনতা ছিল ৬ হাজারেরও বেশি। এক রিয়েল এস্টেট প্রকল্পের প্রমোশনই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। কিন্তু শাহরুখ উপস্থিত হতেই সেটা কার্যত এক কনসার্টের চেহারা নিল। শাহরুখের মুখে শোনা গেল 'ওম শান্তি ওম'-এর জনপ্রিয় সংলাপ- 'ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কৌশিশ কি হ্যায়, কি হর জাররে নে মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।'
যা শুনে মুহূর্তে উন্মত্ত হয়ে উঠলেন দর্শকরা। নিজের অনুরাগীদের উদ্দেশে শাহরুখের বার্তা, ''আমাকে এক তারকা করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ।'' এরপরই হর্ষধ্বনিতে ফেটে পড়ে হল। 'পাঠান' ছবির 'ঝুমে জো পাঠান' গানেও এদিন কোমর দোলান বাদশা। তাঁর নিখুঁত স্টেপিং মন জিতে নেয় দর্শকদের। তাঁর জীবনের মূল মন্ত্রও জানান শাহরুখ। বলেন, ''আমি ঈশ্বরে ঘোরতর বিশ্বাসী। আমার জীবনের রিয়েল থিম হল হার্ড ওয়ার্ক।''
প্রসঙ্গত, এবছর কোনও ছবি মুক্তি পায়নি শাহরুখ খানের। তবু ২০২৫ সাল নিঃসন্দেহে শাহরুখ খানের। তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটেছে এবছরই। আবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে আয়োজিত মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। যার জেরে নিউ ইয়র্ক টাইমসের সেরা একশো ফ্যাশনিস্তাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে ঠাঁই পেয়েছেন। এদিকে সম্পত্তির নিরিখে প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় যুক্ত হয়েছে তাঁর নাম। আপাতত অনুরাগীদের অপেক্ষা আগামী বছরে মুক্তি পেতে চলা তাঁর ছবি 'কিং'-এর। যাকে ঘিরে এখন থেকেই চড়ছে প্রত্যাশার পারদ। যে ছবির প্রি-টিজার ঝড় তুলেছিল নেট ভুবনে। শোনা যায়, সেটি মুক্তির আগে দু'দিন রাতে না ঘুমিয়ে বাদশা অনর্গল কাজ করেছিলেন টিমের সঙ্গে। সাধে তিনি বলেন, হার্ড ওয়ার্কই তাঁর মূল মন্ত্র।
