সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেডারেশনের নিয়মবিধি লঙ্ঘন করার ফলে আটকে গিয়েছিল ছবি মুক্তি। অবশেষে সমস্ত জট কাটিয়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবি। ১৪ নভেম্বর ছিল ছবি মুক্তির দিন। কিন্তু ছবি মুক্তি সেই সময় পিছিয়ে যায় ফেডারেশনে নিয়ম না মেনে ছবি বানানোর জেরে। দফায় দফায় বৈঠকে বসে ছবির টিম ও ফেডারেশন। বুধবারের বৈঠকেই শেষমেশ নির্ধারিত হয় ছবির ভবিষ্যৎ।
এই ছবি নাকি আদ্যান্ত 'স্টুডেন্টস ফিল্ম', একেবারেই বাণিজ্যিক ছবি নয় বলেই দাবি করেছিল ছবির পরিচালক জয়ব্রত দাস-সহ ছবির টিম। আর এখানেই আপত্তি তুলেছিল ফেডারেশন। ফেডারেশনের তরফে এই ছবি নিয়ে আপত্তি জানিয়ে বলা হয় যে, এই ছবির জন্য খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। আর এত টাকা যে ছবির জন্য খরচ হয় তা কখনওই স্টুডেন্টস ফিল্ম নয়। এই ছবিতে জড়িয়ে রয়েছে দু'জন প্রযোজকের নাম। অতীতে বেশ কয়েকটি ছবির বকেয়া অর্থ টেকনিশিয়ানদের না দেওয়ার অভিযোগও ছিল ছবির সঙ্গে সংযুক্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এইসব নিয়েই তৈরি হয়েছিল জটিলতা।
সব মিলিয়েই ফেডারেশনের তরফে বলা হয়েছিল যে, যেখানে প্রযোজকের নাম রয়েছে সেখানে টেকনিশিয়ানদের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না। অবশেষে শোনা যাচ্ছে, সেইসব বকেয়া অর্থের অধিকাংশই নাকি মেটানো হয়েছে। ছবির ডিস্ট্রিবিউটরের দায়িত্ব পেয়েছে শতদীপ সাহা। অর্থ দিয়ে এই ছবির টিমকে নাকি সাহায্যও করেছেন তিনি। বৃহস্পতিবারই ছবি নিয়ে সুখবর পান ছবির পরিচালক জয়ব্রত দাস। অবশেষে ২১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। তাঁর আগে আরও একবার এই ছবির টিমকে নিয়ে সাংবাদিক সম্মেলনে বসবেন ছবির পরিচালক
