shono
Advertisement
Bhuvan Bam-Karan Johar

জনপ্রিয় ইউটিবার ভুবন এবার সেলুলয়েডে! ফাঁস করলেন প্রযোজক করণ জোহর

কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
Published By: Arani BhattacharyaPosted: 11:51 AM Oct 26, 2025Updated: 11:51 AM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় এতদিন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দর্শকের মনোরঞ্জন করার পর এবার বড়পর্দায় দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ভুবন বামকে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে এবার পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে ধরা দেবেন ভুবন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে ধর্মা প্রোডাকশনের একটি চুক্তিপত্রের ছবি ভাগ করে নিয়েছেন ভুবন। ক্যাপশনে লিখেছেন, 'স্বপ্ন দেখো বন্ধুরা, স্বপ্নপূরণ হয় ঠিকই।' শুধু তাই নয় এতদিন সোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কমেডি ঘরানাকেই বেছে নিয়েছিলেন ভুবন। তাঁর নানা মজাদার ভিডিও দেখে রীতিমতো হাসির উদ্রেক হয় তাঁর দর্শক-অনুরাগীদের। এবারও সেই ঘরানাতেই তাঁকে কাজ করতে দেখা যাবে। কারণ, ভুবনের এই ছবিটিও নাকি রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবি হতে চলেছে বলেই জানা যাচ্ছে। ছবির নাম 'কুকু কি কুণ্ডলি'। পরিচালক শরণ শর্মার এই ছবিতে ভুবনকে ফের নতুনভাবে নতুন মাধ্যমে পাওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত ভুবন অনুরাগীরা।

অন্যদিকে ধর্মা প্রোডাকশনের তরফে এই নিয়ে মুখ খুলেছেন করণ জোহর নিজেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুবনের বলিউডে অভিষেক নিয়ে করণ বলেন, "ভুবন একজন জনপ্রিয় ইউটিউবার। এখন ও আমাদের সঙ্গে কাজ করছে আমাদের ছবিতে।" একথা বলেই করণ নিজেকে সামলে নিয়ে সরস ভঙ্গিমায় বলেন, "আমি দুঃখিত ভুবন। আমার মুখ ফসকে এই সিক্রেটটা বেরিয়ে গেলো। আমি দেখছি ধর্মা প্রোডাকশনের কোনও কিছুই গোপন রাখতে পারছি না। আমার আরও সচেতন হওয়া প্রয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার বড়পর্দায় দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ভুবন বামকে।
  • করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে এবার পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে ধরা দেবেন ভুবন।
  • ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
Advertisement