shono
Advertisement
Dharmendra-Hema Malini

ধর্মেন্দ্রর দিল্লির স্মরণসভায় আমন্ত্রিত নেতা-মন্ত্রীরা, সানি-ববিকে ডাকলেন না হেমা! দেওল পরিবারে চিড়?

সানি-ববি আয়োজিত স্মরণসভাতেও ডাক পাননি 'সৎ মা' হেমা মালিনী, ধর্মেন্দ্রর প্রয়াণের পরই পরিবারে ভাঙন?
Published By: Sandipta BhanjaPosted: 01:12 PM Dec 09, 2025Updated: 04:15 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষযাত্রায় ধর্মেন্দ্রকে দেখতে না পারার আক্ষেপ তাঁর আসমুদ্রহিমাচলের অগণিত অনুরাগীদের। গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের 'হিম্যান'। যদিও তার দিন তিনেক বাদে ২৭ নভেম্বর মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ধর্মেন্দ্রর 'লার্জার দ্যন ফিল্মি লাইফ' উদযাপনের জন্য স্মরণসভার আয়োজন করেছিলেন সানি দেওল, ববি দেওলরা। তবে সেদিন বলিউডের সিংহভাগ সেলেবরা হাজির থাকলেও সেই স্মরণসভায় দেখা যায়নি হেমা মালিনীকে। পাপারাজ্জি সংস্কৃতির সুবাদে পরে জানা যায়, ওই দিন হেমা নিজের বাড়িতে ঘরোয়া স্মরণসভায় গীতাপাঠ, পুজোআচ্চা করেন প্রয়াত স্বামীর নামে। এবার খবর, ধর্মেন্দ্রর জন্য দিল্লিতে আলাদা করে আরেকটি স্মরণসভার আয়োজন করেছেন হেমা মালিনী।

Advertisement

জানা গিয়েছে, আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার নিউ দিল্লির জনপথে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ধর্মেন্দ্রর স্মরণসভা করতে চলেছেন হেমা। বিকেল চারটে থেকে ছয়টা পর্যন্ত সেখানে প্রয়াত অভিনেতাকে স্মরণ করবেন আগত অতিথিরা। মথুরার বিজেপি সাংসদ-অভিনেত্রীর আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন নেতা-মন্ত্রীরাও। হেমার সঙ্গে থাকবেন দুই মেয়ে এষা দেওল এবং অহনা দেওল। বলিউড মাধ্যম সূত্রে খবর, দুই জামাই ভারত তখতানি এবং বৈভব বোরাও থাকছেন সেখানে। যদিও এষা গতবছরই ভরতের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন, তবে প্রাক্তন জামাই নাকি শ্বশুরের স্মরণসভায় থাকছেন শাশুড়ি হেমার ডাকে। তবে কানাঘুষো, এবার 'সৎ মা' আয়োজিত সভায় নাকি ডাক পাননি সানি-ববিরা! আর তাতেই কৌতূহল শুরু হয়েছে, ধর্মেন্দ্রর প্রয়াণের পরই কি দেওল পরিবারে চিড় ধরল?

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর হরিদ্বারে প্রয়াত অভিনেতার শ্রাদ্ধকর্ম সেরে অস্থি বিসর্জন করেছেন সানি-ববিরা। তবে সেখানেও হেমা কিংবা তাঁর দুই কন্যাকে দেখা যায়নি। বরং ধর্মেন্দ্র অস্থি বিসর্জনের প্রথা পালন করেছেন তাঁর নাতি করণ দেওল। শেষকৃত্যের মতো এক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন সানি-ববিরা। কিন্তু সেখানেও হেমা মালিনীর অনুপস্থিতি নিয়ে কম চর্চা হয়নি! এবার জানা গেল দিল্লিতে নেতা-মন্ত্রীদের জন্য আলাদা করে স্মরণসভার আয়োজন করেছেন 'ড্রিমগার্ল'। যেখানে প্রয়াত অভিনেতার প্রথম পক্ষের সন্তানেরা থাকছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার নিউ দিল্লির জনপথে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ধর্মেন্দ্রর স্মরণসভা করতে চলেছেন হেমা।
  • হেমার সঙ্গে থাকবেন দুই মেয়ে এষা দেওল এবং অহনা দেওল।
  • কানাঘুষো, এবার 'সৎ মা' আয়োজিত সভায় নাকি ডাক পাননি সানি-ববিরা!
Advertisement