হিন্দি আগ্রাসন নিয়ে বহুদিন ধরেই সরব দেশের দক্ষিণ রাজ্যগুলি। সম্প্রতি মহারাষ্ট্রেও একই বিতর্ক দানা বেঁধেছে। বিশেষ করে বৃহন্মুম্বই পুরসভা ভোটে জিততে শিবসেনার অন্যতম স্ট্র্যাটেজি মারাঠি অস্মিতা। এবার ভোট দিতে ঠাকরেদের দেখানো পথে হেঁটে ভাষা বিতর্কে জড়ালেন আমির খান। হিন্দি সিনেইন্ডাস্ট্রির খান সাম্রাজ্যের অন্যতম প্রতিনিধি সাংবাদিকদের ক্যামেরার সামনে হিন্দিভাষায় কথা বলতে নারাজ! আর তাতেই উসকেছে বিতর্ক।
গতবছর গৃহশিক্ষক রেখে মাসখানেক ধরে মারাঠি ভাষা শিখেছিলেন আমির খান। যদিও তখন সেটা কর্মসূত্রে বলেই দাবি করেছিলেন তিনি। তবে প্রশ্ন তখনই উঠেছিল যে, মারাঠি না জানলে কি মহারাষ্ট্রে থাকা দায়! তাই বিতর্ক এড়াতে বাড়িতে শিক্ষক রেখে আদা-জল খেয়ে মারাঠি শিখছেন আমির? এবার পুরসভার ভোট দিতে গিয়ে মারাঠি অস্মিতায় শান দিয়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেতা। ঠিক কী ঘটেছে? ভোটকেন্দ্র থেকে বেরনোর সময়ে বলিউড তারকাকে দেখে ছেঁকে ধরেন সাংবাদিকরা। সেখানেই মারাঠি ভাষায় আমজনতাকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছিলেন তিনি। তবে সাংবাদিক যখন বলেন- "হিন্দিতে বলুন, আপনার ভিডিওটা দিল্লিতেও সম্প্রচার হবে", তখন সেকথা শুনে আমির বলেন- "হিন্দি ভাষায়? এটা মহারাষ্ট্র, ভাই।" যদিও এরপর আলাদা করে হিন্দিতে বাইট দেন বলিউড সুপারস্টার, তবে চলতি হিন্দি বনাম মারাঠি ভাষা বিতর্কের আবহে আমির খানের এহেন প্রতিক্রিয়া দাবানল গতিতে ভাইরাল।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের সবথেকে বড় পুর নির্বাচন। দল ভাঙার পর গত নির্বাচনে হারের ধাক্কা সামলে এবার শিবসেনার 'পাখির চোখ' বিএমসির সিংহাসনে। আর সেই প্রেক্ষিতেই পুরনো মান-অভিমান ভুলে ২০ বছর পর একজোট হয়েছে দুই ঠাকরে ভাই। আর এই নির্বাচনী লড়াইয়ে অন্যতম ইস্যু হয়ে উঠেছে মারাঠি অস্মিতা। সম্প্রতি কড়া ভাষায় রাজ ঠাকরে বলেছিলেন, "হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। যদি জমি আর ভাষা চলে যায়, তাহলে আমরা শেষ হয়ে যাব। মারাঠিদের জন্য এটাই শেষ নির্বাচন।" ভোটের মুখে সাম্প্রতিক সমাবেশগুলিতে বারবার মারাঠি অস্মিতায় শান দেওয়ার জন্য সুর চড়িয়েছিলেন উদ্ধব ঠাকরেও। এবার ভোট দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমির খানও মারাঠি অস্মিতায় শান দিয়ে ভাষা বিতর্কে জড়ালেন।
