shono
Advertisement
Dev Anirban Bhattacharya

দেবের কাহিনিতে 'ভিলেন' অনির্বাণ? শোরগোল টলিউডে

গুঞ্জন, ফের নাকি সম্মুখ সমরে দেব-অনির্বাণ! যা নিয়ে ভক্তশিবিরে হইচই পড়ে গিয়েছে। ব্যাপারটা কী?
Published By: Sandipta BhanjaPosted: 09:24 PM Jan 15, 2026Updated: 09:24 PM Jan 15, 2026

প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে 'প্রজাপতি ২', তখনই সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা করে হইচই ফেলেছেন টলিউড সুপারস্টার। চলতিবছরের পুজোর বক্স অফিস দখলে রাখতে 'দেশু' জুটি ফেরাতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব। আর সেই সিনেমা নিয়েই বর্তমানে কৌতূহলের পারদ তুঙ্গে। এমন আবহে গুঞ্জন, ফের নাকি সম্মুখ সমরে দেব-অনির্বাণ! যা নিয়ে ভক্তশিবিরে হইচই পড়ে গিয়েছে। ব্যাপারটা কী?

Advertisement

টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ইন্ডাস্ট্রিতে 'ব্রাত্য' অভিনেতাকে নাকি ফের নিজের সিনেমায় কাস্ট করতে চলেছেন দেব! যদিও অভিনেতা-প্রযোজক এবিষয়ে স্পিকটি নট! তবে এহেন গুঞ্জনে এর মাঝেই তোলপাড় টলিপাড়া। শোনা যাচ্ছে, দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। কানাঘুষো, এবারও দেবের বিপরীতে ধূসর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। এদিকে অতীতে কলাকুশলীদের বিরোধিতা করায় গায়ক-অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। তবে 'রঘু ডাকাত'-এর ক্ষেত্রে ছাড় পেয়ে গিয়েছিলেন তিনি। এবার? এহেন গুঞ্জন সত্যি হয় কিনা নজর থাকবে সেদিকে।

উল্লেখ্য, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এই পরিচালকের সুবাদেই 'রঘু ডাকাত' ছবিতে সম্মুখ সমরে নজর কাড়েন সংশ্লিষ্ট জুটি। 'রঘু ডাকাত'-এও অনির্বাণ ভট্টাচার্যকে অত্যাচারী নীলকর সাহেবের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে কেমন ভূমিকায় তাঁকে দেখা যাবে? গুঞ্জন শুরু হতেই ভক্তমহলের কৌতূহল তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement