সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূত্রপান করে হাঁটুর চোট দ্রুত সারিয়েছেন বলে দাবি করেন পরেশ রাওয়াল। অভিনেতা তথা প্রাক্তন সাংসদের দাবি নিয়ে আলোচনার অন্ত নেই। তারই মাঝে বোমা ফাটালেন বলি অভিনেত্রী অনু আগরওয়াল। তিনি যৌবন ধরে রাখতে মূত্রপান করেন বলেই দাবি।
অভিনেত্রী সম্প্রতি মুম্বইতে একটি অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে মূত্রপানের কথা জানান। বলেন, "অনেকেই মূত্রের উপকারিতা সম্পর্কে প্রায় কিছুই জানেন না। আসলে এটি যোগশাস্ত্রে আম্রলি নামে পরিচিত। আমি নিজে এটি পান করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে দিনের প্রথম মূত্র মানেই পুরো পান করলে চলবে না। নির্দিষ্ট পরিমাণে খেলে তবে সেটি অমৃতের মতো কাজ করবে। প্রস্রাব যৌবন ধরে রাখতে এবং ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সহায়তা করে। শুধু শরীর নয়, সব কিছুর জন্য প্রস্রাবের উপকারিতা অনেক। আমি ব্যক্তিগতভাবে সেই লাভ পেয়েছি।" বৈজ্ঞানিকভাবে কতটা যুক্তিযুক্ত এই পন্থা, অভিনেত্রীকে সে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। উত্তরে তিনি জানান, "বিজ্ঞান ২০০ বছরের প্রাচীন। যোগশাস্ত্র ১০ হাজার বছরের। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি অবশ্যই যোগশাস্ত্র মেনে চলব।"
উল্লেখ্য, সম্প্রতি পরেশ রাওয়াল একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন। তাতেই দাবি করেন, “রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পাই। তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে যাই। সঙ্গে ছিলেন তিন্নু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা দেখতে আসেন। দিনের প্রথম প্রস্রাব পানের পরামর্শ দেন। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকী খাসির মাংসও খাওয়া যাবে না।”
পরামর্শ শুনে নিজেরও নাকি গা ঘিনঘিন করছিল অভিনেতার। পরে যদিও সেরে ওঠার জন্য পরামর্শ মানবেন বলে মনঃস্থির করেন। সেইমতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল। তারপর এক্স রে রিপোর্ট দেখে তাজ্জব চিকিৎসকরা। তাঁদের দেখেন, দ্রুত সারছে চোট। যে চোট সারতে দুই থেকে আড়াই মাস লাগার কথা সেখানে মাত্র দেড় মাসেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। পরেশ রাওয়ালের পর বলি অভিনেত্রী অনু আগরওয়ালের মন্তব্য ঘিরেও চলছে জোর কাটাছেঁড়া।
