সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় আবারও বিচ্ছেদের জল্পনা। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে টলিপাড়ার 'মোস্ট হ্যাপেনিং কাপল' যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। গুঞ্জন, তাঁদের নাকি সম্পর্কে দূরত্ব বেড়েছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁদের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'আড়ি'। সেখানে প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁদের খোশমেজাজেই দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ কী হল তাঁদের? সম্পর্কে দূরত্বের জল্পনাই বা শুরু হল কেন? জানা যাচ্ছে, যশ-নুসরতের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁদের অনুরাগীরা নাকি আবিষ্কার করেছেন যে, তাঁরা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, তাঁদের সম্পর্কের রসায়ন আর আগের মতো নেই!
শুধু নেটিজেন নয়, টলিপাড়ার অন্দরেও এই খবর চাউর হতে না হতেই শোরগোল। আর সেখানেই তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, যশ ও নুসরতের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের পোস্ট আরও বেশি করে জল্পনা উসকে দিচ্ছে। সেখানে অভিনেতা লিখেছেন 'দিনের শেষে তুমিই তোমার একমাত্র ভরসা'। শুধু তাই নয় যশ তাঁর বড় ছেলের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। অন্যদিকে নুসরত পোস্ট করেছেন ছেলে ঈশানের সঙ্গে ছবি। দুজনের দুজনকে আনফলো করা ও আলাদা আলাদাভাবে প্ল্যান করার গুঞ্জনের মাঝে সোশাল মিডিয়ার এই ছবি তাঁদের বিচ্ছেদের জল্পনাকে আরও উসকে দিচ্ছে। যদিও এপ্রসঙ্গে এখনও মুখ খোলেননি দুজনের কেউই।
ছবি: যশ-নুসরতের ইনস্টাগ্রাম
অতীতে সম্পর্কে ভাঙন, নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের নানা বিতর্ক যেন আষ্টেপৃষ্ঠে ধরেছিল নুসরত জাহানকে। যশের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়ার আগে থেকেই নানা সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। তারপর সব ভুলে ছেলে ঈশানকে নিয়ে তাঁদের সুখী গৃহকোণের ছবিটাই বারবার সকলে দেখেছেন। তাহলে সেই সুখের সংসারে কী এমন হল, যার জন্য এমন পদক্ষেপ নিলেন দুজনে? প্রশ্ন তুলছেন তাঁদের অনুরাগীরা।