সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০১ -এর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'চাঁদনি বার' নাকি আবার বড়পর্দায় ফিরছে! এবার নাকি তৈরি হবে সেই ছবির সিকুয়েল। তেমনি খবর ভেসে বেড়াচ্ছে বলিপাড়ার আনাচে কানাচে। এবার সেই খবরে কার্যত সিলমোহর দিলেন 'দ্য কেরলা স্টোরিজ' খ্যাত পরিচালক সুদীপ্ত সেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, তিনি মধুর ভাণ্ডারকর পরিচালিত 'চাঁদনি বার'-এর স্বত্ত্ব কিনে নিয়েছেন। "এই বিষয়ে ছবির সহপ্রযোজক আর.মোহনের সঙ্গে আমার চুক্তি হয়েছে। ১.৭৫ কোটি টাকায় স্বত্ত্ব কেনার বিষয়ে রফা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। আশা করছি আগামী কয়েকদিনেই সেগুলো মিটে যাবে।' কিন্তু হঠাৎ এই ছবির স্বত্ত্ব কেন কিনলেন পরিচালক সুদীপ্ত?

জানা যাচ্ছে খুব শীঘ্রই এই ছবির সিকুয়েলের কাজে হাত দেবেন পরিচালক। অর্থাৎ এবার তৈরি হবে 'চাঁদনি বার ২'। সেই ছবির দায়িত্ব সুদীপ্ত একাই সামলাবেন নাকি মধুর ভাণ্ডারকরও তাঁর সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে অবশ্য খোলসা করেননি পরিচালক। একইভাবে 'চাঁদনি বার'-এর নায়িকা তাবু সিকোয়েলেও থাকবেন কিনা সেই বিষয়টিও এখনও পরিস্কার নয়।
প্রসঙ্গত ২০০১ সালে মধুর ভাণ্ডারকর তৈরি করেন 'চাঁদনি বার' ছবিটি। মুম্বাইয়ের অপরাধজগতের অন্ধকারময় দিককে ছবির গল্পে তুলে ধরেন মধুর। যেখানে মমতাজের ভূমিকায় তাব্বুর অভিনয় আজও দর্শক মনে রেখেছে। তাব্বু ছাড়াও ছবিতে অতুল কুলকার্নি, রাজপাল যাদবের অভিনয় ছিল নজরকাড়া। সেই ছবির সিকুয়েল কেমন হবে, কারা এই নতুন ছবিতে অভিনয় করবেন, সেদিকে সকলেরই নজর থাকবে।