shono
Advertisement
Gaurav Gupta

'হনুমান চালিশা পড়ো দেখি', পাকিস্তানি দর্শককে পেয়েই 'রোস্ট' করলেন কমেডিয়ান গৌরব গুপ্তা

কাশ্মীর প্রসঙ্গ তুলেও পাকিস্তানি দর্শককে একহাত নিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী।
Published By: Biswadip DeyPosted: 08:50 PM Jun 01, 2025Updated: 08:50 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের ভয়ংকর জঙ্গি হামলা এবং ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'-এর পর ভারত বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে। উদ্দেশ্য পাকিস্তানের মুখোশ সকলের সামনে খুলে দেওয়ার। আর এই পরিস্থিতিতেই নামী কমেডিয়ান গৌরব গুপ্তা আমেরিকা-কানাডা সফরে এক পাক অনুরাগীকে সামনে পেয়েই 'রোস্ট' করা শুরু করলেন। তাঁকে পড়তে বললেন হনুমান চালিশা।

Advertisement

ঠিক কী হয়েছিল? গৌরব আমেরিকায় একটি শো চলাকালীন আবিষ্কার করেন তাঁর দর্শকদের মধ্যে রয়েছেন একজন পাকিস্তানি। সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে থেকে 'সিঁদুর সিঁদুর' আওয়াজ ওঠে। তাঁদের চুপ করার ইঙ্গিত দেন গৌরব। কিন্তু সঙ্গে সঙ্গে পালটা ওই পাকিস্তানি দর্শককে বলেন, ''চলো এবার হনুমান চালিশা পড়ো এবার। পড়ো পড়ো।'' কমেডিয়ানের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে দর্শকরা হেসে ওঠেন। এখানেই শেষ নয়। এরপর গৌরব বলেন, ''তোমরা বুঝতেই পারো না, তোমরা পাবে না? এত বছর ধরে বলে যাচ্ছি, পাবে না, পাবে না... তাও নিতে চলে আসো!'' তিনি কোনও কিছুর উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি কাশ্মীর ইস্যু তুলেই ওই পাক নাগরকিককে খোঁচা দিয়েছেন জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান। তবে এমন কথা বলার পরই তিনি বলেন, ''ভাই, মানতেই হবে আপনার সাহস আছে। আসলে উনি ভেবেছিলেন শিল্পীরা নিষিদ্ধ, দর্শকরা নন!''

অনলাইনে ছড়িয়ে পড়েছে ভিডিও ক্লিপটি। অনেকেই গৌরবের অকুতোভ স্যাটায়ারে মুগ্ধ। আবার পাকিস্তানি দর্শকটি যে সবটা 'স্পোর্টিংলি' নিয়েছেন, সেটারও প্রশংসা করেছেন কোনও কোনও নেটিজেন। প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের পোষণ করার বদনাম পাকিস্তানের বহুদিনের। পহেলগাঁও হামলার পর যা নিয়ে বিশ্বমঞ্চে আরও কোণঠাসা হয়েছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে কৌতুক শোয়েও উঠে এল সেই প্রসঙ্গই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নামী কমেডিয়ান গৌরব গুপ্তা আমেরিকা-কানাডা সফরে এক পাক অনুরাগীকে সামনে পেয়েই 'রোস্ট' করা শুরু করলেন। তাঁকে পড়তে বললেন হনুমান চালিশা।
  • কাশ্মীর প্রসঙ্গ তুলেও পাকিস্তানি দর্শককে একহাত নিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী।
  • ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
Advertisement