shono
Advertisement
Rashmika Mandanna

স্বভূমি কর্ণাটককে লাগাতার অপমান! ফিল্মোৎসবের আমন্ত্রণ নাকচ করায় রশ্মিকাকে কটাক্ষ কং বিধায়কের

রশ্মিকা মন্দানাকে একহাত নিলেন কংগ্রেস বিধায়ক।
Published By: Sandipta BhanjaPosted: 05:34 PM Mar 03, 2025Updated: 05:34 PM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদতে কর্ণাটকের ভূমিকন্যা হলেও নিজেকে 'হায়দরাবাদি' বলে দাবি করেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। সম্প্রতি মাতৃভূমির নাম বদলে বলায় কম কটু কথা শুনতে হয়নি দক্ষিণী নায়িকাকে। এবার রশ্মিকার নামের সঙ্গে জুড়ল নতুন বিতর্ক। অভিযোগ, বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে নারাজ। আর স্বভূমির প্রতি এহেন 'অবহেলা', 'অপমানের' অভিযোগ তুলেই রশ্মিকা মন্দানাকে একহাত নিলেন কংগ্রেস বিধায়ক রবি গণিগা।

Advertisement

মাণ্ডিয়ার ক্ষুব্ধ বিধায়কের মন্তব্য, নিজের কেরিয়ার যে সিনেইন্ডাস্ট্রির হাত ধরে শুরু করেছিল, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিকেই কিনা অপমান। উচিত শিক্ষা দেওয়া হোক রশ্মিকাকে। উল্লেখ্য, ২০১৬ সালে কন্নড় ভাষার ছবি 'কিরিকি পার্টি' দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন রশ্মিকা মন্দানা। সোমবার সেই প্রেক্ষিতেই নায়িকার উদ্দেশে তোপ দেগেছেন বিধায়ক। তাঁর দাবি, "ইচ্ছে করে রশ্মিকা কর্ণাটক এবং কন্নড় ভাষাকে অপমান করছে। এই ইন্ডাস্ট্রি দিয়েই তো উনি ডেবিউ করলেন।" বিধায়কের অভিযোগ, "রশ্মিকা নাকি বলেছেন, আমার বাড়ি হায়দরাবাদে। আমি জানি না কর্ণাটক কোথায়। তাছাড়া আমার হাতে সময় নেই ওখানে যাওয়ার। আমি আসতে পারব না।" রবি গণিগা জানিয়েছেন," আমাদের এক বিধায়ক বন্ধু অন্তত দশ-বারো বার রশ্মিকা মন্দানাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেন। এমনকী কন্নড়কে অপমান করেছেন। যে ইন্ডাস্ট্রির হাত ধরে ফিল্মি কেরিয়ার শুরু করলেন, তার প্রতি এহেন অবজ্ঞা। ওঁকে শিক্ষা দেওয়া উচিত।"

'পুষ্পা'র পর থেকেই 'শ্রীবল্লি' ন্যাশনাল ক্রাশ। অতঃপর নেট ঘেঁটে দক্ষিণী সুন্দরীর 'ঠিকুজিকুষ্ঠি' সবটাই অনুরাগীদের নখদর্পণে। রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আদতে কর্ণাটকের বিরাজপেটের ভূমিকন্যা। তবে কুর্গে বড় হয়েছেন। কন্নড় সিনেইন্ডাস্ট্রির হাত ধরে অভিনয়জগতে পা রাখলেও তেলুগু বিনোদুনিয়ার সুবাদেই খ্যাতিলাভ করেন তিনি। তার পর থেকে বিগত বছরখানেক ধরেই তাঁর কন্নড় অনুরাগীদের অভিযোগ, তিনি নাকি 'নিজের শিকড় ভুলে গিয়েছেন'। সম্প্রতি হায়দরাবাদে 'ছাবা'র এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রশ্মিকা যা বলেছিলেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন তাঁর নিজভূমের ভক্তরা। রশ্মিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরালও হয়। রশ্মিকা মন্দানাকে বলতে শোনা যায়, “আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।” স্বাভাবিকভাবেই রশ্মিকার এহেন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহের গর্ভগৃহ ভরিয়ে দেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তাঁর কন্নড় ভক্তদের। যার জেরে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। কোনওরকম রেয়াত না করেই রশ্মিকার উদ্দেশে তাঁদের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’, কারও রাগ, ‘কতটা স্বার্থান্বেষী হলে স্মার্ট কেরিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়!’

সেই বিতর্কের রেশ থামতে না থামতেই এবার নতুন অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। কংগ্রেস বিধায়ক রবি গণিগার দাবি, "বারংবার রশ্মিকাকে বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হলেও সেটা তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন। মুখের উপর জানিয়ে দিয়েছেন তিনি আসতে পারবেন না।" তার জেরেই কর্ণাটকের ভূমিকন্যার উপর রেগে কাঁই কং বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আদতে কর্ণাটকের ভূমিকন্যা হলেও নিজেকে 'হায়দরাবাদি' বলে দাবি করেন রশ্মিকা মন্দানা।
  • মাতৃভূমির নাম বদলে বলায় কম কটু কথা শুনতে হয়নি দক্ষিণী নায়িকাকে। এবার রশ্মিকার নামের সঙ্গে জুড়ল নতুন বিতর্ক।
  • স্বভূমির প্রতি এহেন 'অবহেলা', 'অপমানের' অভিযোগ তুলেই রশ্মিকা মন্দানাকে একহাত নিলেন কংগ্রেস বিধায়ক রবি গণিগা।
Advertisement