shono
Advertisement

অতীতের মান-অভিমান মিটিয়ে হ্যালোইন পার্টিতে দীপিকা-আলিয়া, 'রণবীর কোথায়?', খোঁজ অনুরাগীদের

দীপিকা-আলিয়ার 'ক্যাট ফাইটে'র গুঞ্জন বলিউডে! হ্যালোইন পার্টিতে একসঙ্গে রণবীর কাপুরের 'প্রাক্তন-বর্তমান'। তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 09:47 AM Nov 01, 2025Updated: 10:54 AM Nov 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ যেন সিনেদুনিয়ার তারকাদের অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সময়! মাস দুয়েক আগে টলিউডের মিমি-শুভশ্রীর আদুরে রিল 'রেকর্ড' গড়েছিল! এবার অক্টোবরের শেষ দিনে বলিউডের হাইপ্রোফাইল হ্যালোইন পার্টিতে 'আগুন ধরিয়ে দিল' দীপিকা-আলিয়ার রসিক যুগলবন্দি। যা দেখে তোলপাড় দুই নায়িকার ভক্ত শিবির। এককথায় শুক্রবার রাতে যে বলিউডের দুই সুপারস্টার নায়িকা নেটপাড়ার দখল নিলেন, তা বললেও অত্যুক্তি হয় না!

Advertisement

পঁচিশের তারকাখচিত হ্যালোইন পার্টিতে উর্দিধারী 'লেডি সিংহম' অবতারে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে পশ্চিমী সিনেমা 'টোম্ব রাইডার'-এর অনুকরণে 'লারা ক্রফ্ট' বেশে দেখা গেল আলিয়া ভাটকে। ওরির শেয়ার করা হ্যালোইন পার্টির ঝলকেই ধরা পড়ল সেই ব্লকবাস্টার দৃশ্য। যেখানে দীপিকার হাত থেকে বন্দুক নিয়ে আলিয়াকে রসিকতা করতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল। আর কাপুরনন্দনের 'প্রাক্তন-বর্তমানে'র এহেন রিল ভিডিও নেটভুবনে ছড়িয়ে পড়তেই শোরগোল। ভক্তরা খুঁজলেন রণবীর কাপুরকে। বছরখানেক বাদে আলিয়া এবং দীপিকাকে একফ্রেমে পেয়ে খুশির জোয়ার অনুরাগী শিবিরেও। প্রিয় নায়িকাদের জন্য গলা ফাটাচ্ছেন তাঁরা। কারও মন্তব্য, 'আলিয়া-দীপিকা একসঙ্গে, এ তো শতাব্দীর সেরা ফ্রেম।' কেউ বলছেন, মধ্যমণি রণবীর কোথায়, 'প্রাক্তন-বর্তমান'-এর যুগলবন্দিতে ওঁর প্রতিক্রিয়া দেখতে চাই। এহেন নানা মন্তব্যের ছয়লাপ নেটভুবনে।

দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি কেরিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি 'পোক্ত' করে নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাবড় বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে 'পদ্মাবতী'কে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছেন 'গাঙ্গুবাই'। যার জেরে দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব! কেউ কাউকে 'সূচাগ্র মেদিনি' ছাড়তে নারাজ। তবে দুই অভিনেত্রী অতীতের মান-অভিমান মিটিয়ে নিলেও তাঁদের সখ্যতা এযাবৎকাল খুব একটা ধরা পড়েনি ক্যামেরার লেন্সে! কিন্তু এবার বলিউডের হাইপ্রোফাইল হ্যালোইন পার্টি সাক্ষী থাকল সেই বিরল দৃশ্যের। যেখানে দীপিকা-আলিয়া একে-অপরের সঙ্গে ভাগ করে নিলেন ব্লকবাস্টার ফ্রেম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫ যেন সিনেদুনিয়ার তারকাদের অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সময়!
  • বলিউডের হাইপ্রোফাইল হ্যালোইন পার্টিতে 'আগুন ধরিয়ে দিল' দীপিকা-আলিয়ার রসিক যুগলবন্দি।
  • শুক্রবার রাতে যে বলিউডের দুই সুপারস্টার নায়িকা নেটপাড়ার দখল নিলেন, তা বললেও অত্যুক্তি হয় না!
Advertisement