shono
Advertisement

Breaking News

Deepika Padukone

অভিনয় ছাড়ছেন দীপিকা! মা হওয়ার পর বড় সিদ্ধান্ত?

সন্তানকে বড় করার জন্য কেরিয়ারকে ত্যাগ করবেন দীপিকা?
Published By: Akash MisraPosted: 03:45 PM Sep 09, 2024Updated: 03:45 PM Sep 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। মেয়েই তো চেয়েছিলেন দীপিকা। এবার তাকে স্বপ্নের মতো করে বড় করার জন্য তৈরি দীপবীর। তাহলে কী সন্তানকে বড় করার জন্য কেরিয়ারকে ত্যাগ করবেন দীপিকা?

Advertisement

বহু আগে এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট জানিয়ে ছিলেন, ''বাচ্চা আমার ও রণবীরের খুবই পছন্দ। তাই সন্তান নিতে খুব একটা দেরি করব না। শুধু তাই নয়, সন্তানকে বড় করা এক বিশাল দায়িত্বের বিষয়। সেই কারণে যদি অভিনয় ছাড়তে হয়, তাহলে তাও ছাড়ব। সন্তানের জন্য কোনও আপসে যাব না। সন্তানই একমাত্র প্রয়োরিটি।''

[আরও পড়ুন: রণবীর-দীপিকার মেয়ের থেকে ‘বড় প্রত্যাশা’ প্রাক্তন রণবীর কাপুরের, কী সেটা?]

আসছে দেবীপক্ষ, সমাজে নারীর সুরক্ষা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আন্দোলন। দেশজুড়ে এমনই উত্তাল সময় টিনসেল টাউনে আবার এক কন্যার আবির্ভাব। ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। রবিবার বারবেলায় সেই খবর ছড়াতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন সদ্য মা। বাবা রণবীর সিংকেও অভিনন্দন জানাতে ভোলেননি কেউ। নবজাতকের সঙ্গে সঙ্গে নতুন মা-বাবার আনন্দও স্বভাবতই বাঁধভাঙা। কোলে মেয়ে তো এল। নাম কী হবে তার? নামকরণ আগেই করে ফেলেছিলেন দীপবীর। তা তো অনেকেই করেন। কিন্তু দীপিকা-রণবীরের সেই পরিকল্পনার বিশেষত্ব এই যে, লিঙ্গ নির্বিশেষে সেই নাম স্থির করা হয়েছিল। রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের ছেলে হোক বা মেয়ে, নাম হবে ওটিই।

সে বেশ আগেকার কথা। সবে সবে দীপিকার অন্তঃসত্তা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আর এমনই সময়ে কয়েকবছর আগে এক সাক্ষাৎকারে রণবীরের বলা কিছু কথা নতুন করে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। পরিবার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ”আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গিয়েছে, কয়েক বছর পর বাচ্চাও হবে। দীপিকার কাছে আমার একটাই আবদার। আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। তাই জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তাহলে মিষ্টি মেয়ে হবে।” জানিয়েছিলেন, ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন দীপবীর।

[আরও পড়ুন: প্রতিবাদের সঙ্গে চলছে পরমব্রতর পরিচালনাও, ‘পর্ণশবরীর শাপ ২’র কাজ কতদূর এগোল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবে সবে দীপিকার অন্তঃসত্তা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
  • এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন দীপবীর।
Advertisement